‘হাইব্রিড নয় মেধাবীরাই যুবলীগে মূল্যায়িত হবেন’
প্রকাশিত হয়েছে : ১:১৫:১২,অপরাহ্ন ২৯ জুলাই ২০১৯ | সংবাদটি ৪০৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: হাইব্রিড নয় মেধাবীরাই যুবলীগে মূল্যায়িত হবেন বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। তিনি বলেন, যুবলীগ একটি সুশৃঙ্খল দল, এটি শৃঙ্খলা শেখার কারখানা, এখানে মেধাবীদের জায়গা আছে। ধান্দাবাজ আর চাঁদাবাজদের জায়গা এখানে কখনও হবে না।
সোমবার (২৯ জুলাই) সকাল ১১ টায় ঐতিহাসিক রেজিস্টারি মাঠে সিলেট জেলা যুবলীগের সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওমর ফারুক বলেন, যুবলীগ করতে হলে আপনাকে মুজিব আদর্শের উত্তরসূরি হতে হবে। কারণ যুবলীগ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ হাসিলের জায়গা নয়, যুবলীগ শেখ হাসিনার ভ্যানগার্ড।
সম্মেলনে প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি ও প্রধান বক্তা যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ মঞ্চে রয়েছেন।
সম্মেলনকে কেন্দ্র করে রেজিস্টারি মাঠ সংলগ্ন এলাকার চারপাশ বিভিন্ন প্রার্থীর ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে।