৪০ বলে ৮১ রানের তাণ্ডব আফ্রিদির!
প্রকাশিত হয়েছে : ১২:৩৪:০৭,অপরাহ্ন ২৯ জুলাই ২০১৯ | সংবাদটি ৬৬১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: শহীদ আফ্রিদি মানে মাঠে টানটান উত্তজনা। যতক্ষণ মাঠে থাকবেন ব্যাটিংয়ে চলবে তাণ্ডব। গ্লোবাল টি-টোয়েন্টি লীগের প্রথম রাউন্ডের ষষ্ঠ ম্যাচে আফ্রিদির ব্যাটিং ঝড়ে এডমন্টন রয়্যালসকে ২৭ রানে হারিয়েছে ব্রম্পটন ওলভস। টসে জিতে ব্যাটিংয়ে নেমে ব্রম্পটনকে দারুন সুচনা এনে দেন ওপেনার লেন্ডল সিমন্স।
৫৯ রানের দারুন এক ইনিংস উপহার দেন লেন্ডল সিমন্স। তার বিদায়ের পর পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন শহিদ আফ্রিদী। বুড়ো বয়সে নিজেকে আরো একবার প্রমাণ করলেন তিনি। ব্যাটিংয়ে নেমেই শুরু থেকে ঝড় তোলেন এই পাকিস্তানি সাবেক অলরাউন্ডার।
শেষদিকে ব্যাট হাতে ঝড় তুলেন আফ্রিদি। ৪০ বলে ১০ বাউন্ডারি আর ৫ ছক্কায় ৮১ রানের অপরাজিত এক ইনিংস খেলে দলকে এনে দেন ২০৭ রানের বিশাল সংগ্রহ। জবাবে ব্যাটিংয়ে নেমে ব্রম্পটন ওলভসের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপক্ষে ১৮০ রান করতে সক্ষম হয় এডমন্টন রয়্যালস। বোল হাতেও ১ উইকেট নেন আফ্রিদি।