১২০ বছর বয়সেও চশমা বিহীন কুরআন হাদিসের দারস দিচ্ছেন!
প্রকাশিত হয়েছে : ১২:৫২:১০,অপরাহ্ন ১৬ জুলাই ২০১৯ | সংবাদটি ৯৫২ বার পঠিত
ইমরান আহমদ:: ১২০ বছর বয়সেও চশমা বিহীন স্বাচ্ছন্দে কুরআন হাদিসের দারস দিচ্ছেন পাকিস্তানের সর্বজন শ্রদ্ধেও আলেম মাওলানা জামালুদ্দীন জামালী। তিনি হযরত মাওলানা উবায়দুল্লাহ সিন্ধি রহ. ও ফকিহুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলি থানভি রহ. দ্বয়ের শিষ্য।
তিনি বসবাস করেন পাকিস্তানের মিটয়ারি জেলার ছোট্ট গ্রাম ‘শের খান জামালি’-তে। এ বৃদ্ধ বয়সেও তিনি সাচ্ছন্দ্যে কুরআন, তাফসির ও হাদিসের দরস দিয়ে যাচ্ছেন। আল্লাহর এ প্রিয় বান্দা এ পর্যন্ত হজ করেছেন ৩৩ টি এবং ওমরাহ পালন করেছেন ৪৩ বার। আল্লাহর অশেষ রহমতে এ পর্যন্ত তিনি কোনো ধরনের রোগ-বালাই ছাড়াই পূর্ণ সুস্থ রয়েছেন বলে জানা গেছে। শরীরের চামড়ায় ভাজ ধরেছে। এরপরও তিনি চশমা ছাড়াই অনায়াসে যেকোনো বই পড়তে ও পড়াতে পারেন।
মাওলানা জামালুদ্দীন জামালীর ৭০ বছর বয়সী পুত্রও তাঁর সঙ্গে দ্বীনি ইলম পাঠদানের অমূল্য খিদমত আঞ্জাম দিচ্ছেন।
তিনি উর্দু, সিন্ধি, আরবি ও ফারসি ভাষা জানেন। এ পর্যন্ত তাঁর লেখা চারটি বই আলোর মুখ দেখেছে।
মহান আল্লাহ তাঁর হায়াতে তাইয়্যেবার মাঝে আরো বরকত দিন। আমিন।
(সূত্র: পাকিস্তানের প্রখ্যাত আলেম মাওলানা যুলফিকার নকশেবন্দি)