কাজ শেষ হয়নি, খুলে দেয়া হলো সিলেট-ঢাকা মহাসড়কে নির্মিত নতুন সেতু!
প্রকাশিত হয়েছে : ১০:৩৭:২৬,অপরাহ্ন ০৭ জুলাই ২০১৯ | সংবাদটি ৪১৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: কাজ শেষ হওয়ার আগেই যানবাহন চলাচলের জন্যে খুলে দেয়া হয়েছে সিলেট-ঢাকা মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুরে তিতাস নদীর ওপর নির্মিত নতুন সেতু।
রবিবার সকাল থেকে পুরো দমে এর ওপর দিয়ে যানবাহন চলাচল করছে। তবে সেতুর কাজ পুরোপুরি শেষ হতে আরো ছয় মাস সময় লাগবে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্মকর্তারা।
সওজের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শামীম আল মামুন জানান, শনিবার রাত ৮টার পর যানবাহন চলাচলের জন্যে সেতু খুলে দেয়া হয়। পুরাতন সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় নির্মাণাধীন নতুন সেতুর কাজ দ্রুত গতিতে করা হয়। অবকাঠামোগত কাজ এগিয়ে আনা হয় এক মাস। নিরাপদে যানবাহন চলাচলের জন্যই সেতুটি আপাতত চালু করা হয়েছে। আগামী ডিসেম্বর নাগাদ সেতুটির নির্মাণ কাজ শেষ হবে।