কমনওয়েলথের বোর্ড সভায় যোগদিতে কানাডা গেছেন সাবেক শিক্ষামন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২:২৩:০৪,অপরাহ্ন ২৫ জুন ২০১৯ | সংবাদটি ৩৮২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: কানাডার ভ্যানকুবারে জি কমনওয়েলথ অব লার্নিং (কোল) জি বোর্ড অব গভর্নরস এর বার্ষিক সভায় যোগ দিতে ঢাকা ছেড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনের এমপি নুরুল ইসলাম নাহিদ।
আগামী ২৬ ও ২৭ জুন অনুষ্ঠিত এ বোর্ড সভায় যোগদিতে সোমবার (২৪ জুন) তিনি কানাডার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন।
দুই দিনের বোর্ড সভায় প্রতিষ্ঠানের অডিট, সার্বিক কার্যক্রম পর্যালোচনা ও নতুন করণীয় নির্ধারণসহ বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে। নুরুল ইসলাম নাহিদ গত ৩ বছর ধরে এশিয়ার প্রতিনিধি হিসেবে বোর্ড অব গভর্নরসের এর সদস্য রয়েছেন।
প্রসঙ্গত, নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রী থাকাকালীন শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনে এখন সমৃদ্ধির পথে বাংলাদেশ। স্কুলে ভর্তির হার শতভাগ, ছাত্রছাত্রীর সমতা, নারী শিক্ষায় অগ্রগতি, ঝরে পড়ার হার কমে যাওয়া, কারিগরি শিক্ষায় যুগান্তকারী উন্নয়ন, মাদ্রাসা শিক্ষার সংস্কার, উচ্চ শিক্ষায় গবেষণা, অবকাঠামো উন্নয়নসহ শিক্ষার অধিকাংশ ক্ষেত্রেই রোল মডেল এখন বাংলাদেশ।
প্রতি বছর ১ জানুয়ারি সারাদেশে বিনামূল্যে কোটি কোটি পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে, যা পৃথিবীতে নজিরবিহীন। প্রতি বছর নির্দিষ্ট তারিখে পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রকাশ ও ক্লাস শুরুর ফলে শিক্ষায় শৃঙ্খলা ফিরে এসেছে। শিক্ষা সংশ্লিষ্ট সব ধরনের কাজ অনলাইনে ঘরে বসেই সম্ভব হচ্ছে। এতে জনগণের আর্থিক অপচয় ও বিশৃঙ্খলা রোধ হয়েছে। ডিজিটাল বাংলাদেশে শিক্ষা মন্ত্রণালয়ে এখন তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার হচ্ছে।