ইতিহাস গড়লেন গোলাপগঞ্জ পৌর মেয়র রাবেল!
প্রকাশিত হয়েছে : ১:২০:০৫,অপরাহ্ন ২৫ জুন ২০১৯ | সংবাদটি ৯৯৪ বার পঠিত
ইমরান আহমদ:: গোলাপগঞ্জ পৌরসভার পুরো পরিষদ নিয়ে বাজেট ঘোষণা করে ইতিহাস সৃষ্টি করেছেন মেয়র আমিনুল ইসলাম রাবেল।
মঙ্গলবার (২৫ জুন) দুপুরে মেয়র রাবেল প্রথমবারের মতো বাজেট ঘোষণা করেন। পৌরসভার ইতিহাসে একমাত্র রাবেলই প্রথম পুরো পরিষদ নিয়ে বাজেট ঘোষণা করেন।
এরপূর্বে সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু বেশ কয়েকবার বাজেট ঘোষণা করলেও পুরো পরিষদ নিয়ে বাজেট ঘোষণা করতে পারেননি। তবে মরহুম সিরাজুল জব্বার চৌধুরী মেয়র নির্বাচিত হওয়ার পর পরিষদের সবাইকে ঐক্যবদ্ধ করলেও এভাবে আনুষ্ঠানিক তিনি কোন বাজেট ঘোষণা করেননি।
জানা গেছে, ২০০১ সালে গোলাপগঞ্জ পৌরসভা স্থাপিত হওয়ার পর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন সিরাজুল জব্বার চৌধুরী। পরবর্তীতে ভোটের মাধ্যমে প্রথম পৌর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন জাকারিয়া আহমদ পাপলু। এরপর থেকে একাধারে প্রায় এক যুগের বেশি মেয়রের চেয়ার দখল করে নিয়েছিলেন জাকারিয়া আহমদ পাপলু।
মেয়র থাকাকালে তিনি বেশ কয়েকবার ঝাকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাজেট ঘোষণা করেছেন। কিন্তু তাঁর কোন বাজেটেই পরিষদের সকল সদস্যকে একসাথে উপস্থিত করাতে পারেননি। বরং এমনও হয়েছে বাজেট ঘোষণা করার পরপরই সংবাদ সম্মেলন করে মেয়র জাকারিয়া আহমদ পাপলুর ঘোষিত বাজেট প্রত্যাখ্যান করেন কাউন্সিলররা। তৎকালিন পরিষদের অনেক সদস্য বর্তমান পরিষদেও বিদ্ধমান রয়েছেন। জাকারিয়া আহমদ পাপলুর সাথে তাদের দ্বন্দ্ব থাকায় কাঙ্খিত উন্নয়ন থেকেও বঞ্চিত ছিলো পৌর এলাকার অনেক ওয়ার্ড।
সর্বশেষ পৌরসভার নির্বাচনে জাকারিয়া আহমদ পাপলু বিপুল ভোটে পরাজিত হন সাবেক পৌর প্রশাসক সিরাজুল জব্বার চৌধুরীর কাছে। তিনি নির্বাচিত হওয়ার পর পুরো পৌর পরিষদকে নিয়ে মিলেমিশে উন্নয়ন চালিয়ে যাওয়ার ঘোষণা করেছিলেন। ঘোষণা মতোই তিনি চালিয়েও যাচ্ছিলেন। কিন্তু মাত্র দুই বছরের মাথায় তিনি দুনিয়া ছেড়ে চলে যান। পরবর্তীতে মেয়র পদে উপ-নির্বাচনে আমিনুল ইসলাম রাবেল নির্বাচিত হলে তিনিও সকল কাউন্সিলরদের নিয়ে মিলেমিশে কাজ করার ঘোষণা দিয়েছিলেন। আর আজ তিনি সকলকে একসাথে নিয়ে বাজেট ঘোষণা করায় পৌর নাগরিকসহ সর্বমহলে প্রশংসা খুঁড়িয়েছেন। এমনকি বাজেট বক্তৃতায়ও একসাথে তিনি সকল কাউন্সিলরদের উপস্থিত করতে পেরে কৃতজ্ঞতা জানান।
বাজেট অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রদানকালে মেয়র জাকারিয়া আহমদ পাপলুর সময়কাল থেকে ধারাবাহির নির্বাচিত কাউন্সিলর ও প্যানেল মেয়র- ১ হেলালুজ্জামান হেলালও বলেন, আজ আমি অত্যান্ত খুশি। এ পৌরসভায় আমিই মনে হয় সবচেয়ে পুরাতন। কিন্তু এবারই প্রথম বাজেট ঘোষণায় উপস্থিত হয়েছি। এটাই আমার সবচেয়ে বড় পাওয়া।
বাজেট ঘোষণা পর মেয়র ও সকল কাউন্সিলরদের নিয়ে একটি ছবি তুলেন হেলালুজ্জামান হেলাল। যা এর পূর্বে কখনও এ পৌরসভায় হয়নি বলে মন্তব্য করেন উপস্থিত অনেকে।
উল্লেখ্য, মঙ্গলবার ২০১৯-২০ অর্থ বছরের জন্য ৫০ কোটি ২ লক্ষ ৪৫ হাজার টাকার বাজেট ঘোষনা করেন মেয়র আমিনুল ইসলাম রাবেল। এসময় পৌরসভার নাগরিক, বাজারের ব্যবসায়ী, সাংবাদিক, শ্রমিকসহ সকল শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।