‘ওয়ার্ক পারমিট চালুর খবর ভুয়া‘
প্রকাশিত হয়েছে : ৯:১১:২৫,অপরাহ্ন ১৫ জুন ২০১৯ | সংবাদটি ৯৪০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশীদের জন্য যুক্তরাজ্যে কোন ওয়ার্ক পারমিট চালু করেনি, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ভূয়া সংবাদ প্রচার করছে বলে জানিয়েছে এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট্ অব বাংলাদেশ (আটাব) সিলেট জোন।
শনিবার (১৫ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান আটাব সিলেট জোনের সভাপতি আব্দুল জব্বার জলিল।
বিবৃতিতে বলা হয়, সিলেট অঞ্চলের জনসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, বেশ কিছু দিন যাবত বিভিন্ন অনলাইন পত্রিকা, ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ার যুক্তরাজ্যে বাংলাদেশের জন্য ওয়ার্ক পারমিট ভিসা চালু করেছে মর্মে প্রচার করা হচ্ছে। যুক্তরাজ্যে ভিত্তিক বিভিন্ন তথ্যর মাধ্যমে জানা যায়, এই খবর সম্পূর্ণ মিথ্যা। যুক্তরাজ্যে বাংলাদেশীদের জন্য কোন ওয়ার্ক পারমিট ভিসা চালু করার উদ্যোগ গ্রহণ করে নাই।