গোলাপগঞ্জের কৃতিসন্তান হাফিজুর রহমান নীলফামারীর ডিসি
প্রকাশিত হয়েছে : ১:৪২:৫৩,অপরাহ্ন ১২ জুন ২০১৯ | সংবাদটি ১৯২৭ বার পঠিত
ইমরান আহমদ:: গোলাপগঞ্জের কৃতিসন্তান মো. হাফিজুর রহমান চৌধুরীকে নীলফামারী জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার (১১জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তা জানা গেছে।
হাফিজুর রহমান চৌধুরী সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কিছমত মাইজভাগ গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মরহুম মইজুর রহমান চৌধুরী।
হাফিজুর রহমান চৌধুরী ভূমি মন্ত্রির একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এর পূর্বে তিনি সিলেট বিভাগীয় সহকারী কমিশনারের দায়িত্ব পালন করেন।
সূত্র মতে, দেশের ১৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। জেলা গুলো হলো – গাজীপুর, ফরিদপুর, পাবনা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজশাহী, বাগেরহাট, যশোর, মৌলভীবাজার, সিরাজগঞ্জ, রাজবাড়ী, ঝালকাঠি, নওগাঁ, লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও বরগুনা। নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকরা নিজ-নিজ জেলার জেলা ম্যাজিস্ট্রেট পদেও দায়িত্ব পালন করবেন।
নীলফামারীর বর্তমান জেলা প্রশাসক নাজিয়া শিরিনকে মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ অধিশাখার উপসচিব মোহম্মদ শাহীন ইমরান স্বারিত প্রক্সজাপণে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।