গোলাপগঞ্জ থানায় নতুন ওসি মিজান
প্রকাশিত হয়েছে : ১১:৩২:৫৫,অপরাহ্ন ১২ জুন ২০১৯ | সংবাদটি ২৫৩০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মিজানুর রহমান মিজান। মঙ্গলবার (১১ জুন) নতুন ওসি হিসেবে তিনি যোগদান করেন।
টানা ৫ বছর ওসির দায়িত্বে থাকা একেএম ফজলুল হক শিবলীকে গত ১৮ এপ্রিল ঢাকায় বদলী করা হয়। বদলীর প্রায় দেড়মাস অফিসার ইনচার্জের দায়িত্ব নিয়ে যোগদান করেন মিজানুর রহমান।
মিজানুর রহমান এর পূর্বে ঢাকা লালবাগ থানায় তদন্ত অফিসারের দায়িত্বে ছিলেন। এর প্রায় ২ বছর পূর্বে তিনি গোলাপগঞ্জ থানায় উপ-পরিদর্শক এবং গোলাপগঞ্জ কুশিয়ারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবে সুনামেরসাথে দায়িত্ব পালন করেন।
এদিকে, নতুন ওসির দায়িত্বপ্রাপ্ত মিজানুর রহমান ‘আমাদের প্রতিদিন’কে বলেন, গোলাপগঞ্জ থানায় আগে চাকুরী করেছি, সকলের সাথে সুসম্পর্ক রয়েছে। এখন অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি, রিজিক যতদিন আছে, ততদিন থাকবো- এর বাইরে থাকা সম্ভব না। যতদিন আছি সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সবাইকে নিয়ে গোলাপগঞ্জের আইন শৃঙ্খলা সুন্দর রাখতে চাই। যাতে কোন ধরণের বিশৃঙ্খলা না ঘটে এবং এলাকাকে মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে পারি- সে হিসেবে সকলের সহযোগিতা কামনা করছি।