স্কুল জীবন থেকেই ‘সড়কে চলাচলে ট্রাফিক রুল’ প্রশিক্ষণ জরুরী
প্রকাশিত হয়েছে : ১১:১১:৩৯,অপরাহ্ন ২৬ মে ২০১৯ | সংবাদটি ৪৭৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সড়কে চলাচলের বিষয়ে সবার মাঝে গণসচেতনতা সৃষ্টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কুলজীবন থেকেই ট্রাফিক আইন প্রশিক্ষণে গুরুত্বারোপ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমার মনে হয় ট্রাফিক রুলের ওপর স্কুলজীবন থেকেই প্রশিক্ষণ প্রদান করা দরকার। তাহলে সকলের মাঝে সচেতনতাটা গড়ে উঠবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনকালে এ কথা বলেন।
তাঁর সরকার নিরাপদ সড়ক আইন ২০১৮ প্রণয়ন করেছে এবং চালকদের বিশ্রামের জন্য মহাসড়কগুলোয় বিশ্রামাগার নির্মাণ করে দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী এ সময় যানবাহনের চালকসহ সাধারণ জনগণকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান। তাঁর সরকার উপজেলা পর্যায় পর্যন্ত গাড়িচালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বলেও উল্লেখ করেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী এ সময় শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির সময় শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে সচেষ্ট হওয়ার জন্য সংশ্লিষ্ট কলেজ বা বিদ্যালয় কর্তৃপক্ষকে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান, যাতে করে কোনো কোমলমতি শিক্ষার্থী দুর্ঘটনার শিকার না হয়। প্রধানমন্ত্রী সবাইকে আসন্ন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে দেশের উন্নয়নের গতিধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।