ঝুঁকিপূর্ণ ভাঙ্গা খুটির উপর বিদ্যুতের ট্রান্সফরমার, আতঙ্কে গ্রামবাসী
প্রকাশিত হয়েছে : ১০:৫১:০৭,অপরাহ্ন ২৫ মে ২০১৯ | সংবাদটি ১০৪৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জের হাকালুকী হাওরের কালিকৃষ্ণপুরে একটি ঝুঁকিপূর্ণ ও ভাঙ্গা খুটির উপর বিদ্যুতের ট্রান্সফরমার থাকায় আতঙ্কে রয়েছেন গ্রামবাসী। গত দু’তিনদিন পূর্বে ঝড়ে ৩৩হাজার বোল্টেজের বিদ্যুৎ সরবরাহকৃত লাইন ও ট্রান্সফরমার যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটাতে পারে বলে মনে করেন স্থানীয়রা। গোলাপগঞ্জ জোনাল অফিসে এ বিষয়ে বারবার যোগাযোগ করেও কোন সমাধান পাচ্ছেন না তারা।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেঙ্গে যাওয়া খুটির ছবি দিয়ে আবেগময়ী একটি লেখা পোস্ট করেন সাবেক ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেন সিরাজী।
তিনি তাঁর পোস্টে লিখেন:
বিগত দুদিন আগে ঝড়ের আঘাতে বিদুৎ এই খুঁটিটি ভেঙ্গে যায়।যারফলে বিগত দুইদিন কালিকৃষ্ণপুর গ্রামের সবাই অন্ধকারে ছিল। মঙ্গলবার বাঁশের খুঁটি দ্বারা টেমপরালী ভাবে লাইনের বিদুৎ সংযোগ দেওয়া হয়েছে যা মারাত্বক ঝুঁকির সমক্ষীন। যদি আল্লাহ না করুক কোন ক্ষয়ক্ষতি হয় তবে এর দ্বায় ভার কে নিবে।তাই শরিফ গঞ্জ ইউনিয়নের লাইন মেন কে বলছি আমরা দ্রুত এই লাইনের মেরামতের ব্যবস্থা চাই।নতুবা এর ক্ষয়ক্ষতির দ্বায়ভার আপনাকে নিতে হবে।গোলাপ গঞ্জের জেনারেল ম্যানেজার সাহেব আপনাকে বিষয়টি অবগত করা হয়েছে। তবে কেন এর দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আপনি বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি।কেননা এর ফলে আমরা সমস্ত গ্রামবাসী ভয়ের মধ্যে আছি।”গ্রাম হবে শহর এই হলো মাননীয় প্রধানমন্রীর অঙ্গীকার ” তবে গ্রামের বিদুৎ এর খুঁটি মেরামতের বেলা কেন বিদুৎ কর্মকর্তাদের অবহেলা আর সময় ক্ষেপণ। শহরে বিদুৎ এর কোন সমস্যা হলে দ্রুত সমাধানের ব্যবস্থা করা হয় তবে আমাদের বেলা এর উলট্টা হবে কেন।আমরা ও তো শহরের মত সুযোগ সুবিধা চাই।যেহেতু ঝড় তুফানের দিন তাই খুঁটির বিষয়টি দ্রুত সমাধান করা অবশ্যই জরুরি।
” আমাদের সকলের একই আবদার, দ্রুত বিদুৎ এর খুঁটি মেরামতের দরকার।”
এব্যাপারে জানতে পল্লী বিদ্যুৎ গোলাপগঞ্জ জোনাল অফিসে বারবার ফোন দিলেও কেউ ফোন রিসিভ করেননি।