কেন্দ্রীয় শহীদ মিনারে সুবীর নন্দীকে শেষ শ্রদ্ধা
প্রকাশিত হয়েছে : ৭:৫৫:৪০,অপরাহ্ন ০৮ মে ২০১৯ | সংবাদটি ৪৩২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে।
বুধবার (৮ মে) সকাল ১০টা ৪০ মিনিটে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ শহীদ মিনারে নেয়া হয়।
ভক্ত, শ্রোতা আর সহকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে শেষবারের মত এই শিল্পীর প্রতি তাদের শ্রদ্ধা আর ভালোবাসা জানাচ্ছেন।
বরেণ্য এই শিল্পীকে শহীদ মিনারে নেয়া হবে এমন খবরে আগে থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে জনতার। প্রিয় গায়ককে দেখতে শহীদ মিনারে ভিড় জমায় হাজারো মানুষ। পুরুষের পাশাপাশি অনেক নারীও আসেন প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানাতে। ঢাকা ছাড়াও ঢাকার বাইরে থেকে অনেকেই এসেছেন তাদের প্রিয় শিল্পীকে একনজর দেখার জন্য। সবাই হাতে ফুল দিয়ে শেষবারের মতো শ্রদ্ধা জানান বাংলা গানের এই খ্যাতিমান এই শিল্পীকে।
এর আগে বুধবার সকাল ৬টা ২০ মিনিটে রিজেন্ট এয়ারওয়েজের একটি বিমানে মরদেহ ঢাকায় এসে পৌছায়। এ সময় সঙ্গে ছিলেন সুবীর নন্দীর মেয়ে ফাল্গুনী নন্দী।
এরপর সুবীর নন্দীর মরদেহ নেয়া হয় তার দীর্ঘদিনের আবাসস্থল গ্রিন রোডের গ্রিন ভিউ অ্যাপার্টমেন্টে। এখান থেকে মরদেহ নেয়া হয় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর পর মরদেহ নেয়া হবে রাজধানীর গোপীবাগে অবস্থিত রামকৃষ্ণ মিশনে। এরপর দুপুরের দিকে সবুজবাগে বরদেশ্বরী কালীমন্দির ও শ্মশানে একুশে পদকপ্রাপ্ত সুবীর নন্দীর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।