ভোটার বাড়লে অনিয়ম বাড়বে!
প্রকাশিত হয়েছে : ৭:০১:৪২,অপরাহ্ন ৩১ মার্চ ২০১৯ | সংবাদটি ২৭৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ভোটকেন্দ্রে ভোটার বাড়লে অনিয়ম বাড়বে বলে মনে করেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়া নিয়ে নির্বাচন কমিশনারদের হতাশা থাকলেও ইসি সচিব মোটেও চিন্তিত নন।
তিনি বলেছেন, ‘ভোটার উপস্থিতি বাড়াতে গেলে অনিয়ম বাড়ত। প্রকৃত কত লোক ভোটকেন্দ্রে আসে, সেটাই চেয়েছি।’
রবিবার (৩১ মার্চ) চতুর্থ ধাপে ১০৭ উপজেলায় ভোটগ্রহণ শেষে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এসে একথা বলেন ইসি সচিব।
তিনি বলেন, ‘প্রতিটি ধাপে আমরা চেয়েছি ভোট যেন শান্তিপূর্ণ হয়, প্রাণহানি যেন না হয়, অনিয়ম যাতে না হয়। চার ধাপে একজনেরও প্রাণহানির ঘটনা হয়নি। ভোটার উপস্থিতি বাড়ানোর চেয়ে আমরা গুরুত্ব দিয়েছি শান্তিপূর্ণ নির্বাচনে। সামগ্রিকভাবে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।’