সকালে গুলশান-১ এ বিকেলে গুলশান-২ এ আগুন
প্রকাশিত হয়েছে : ১:২১:০৫,অপরাহ্ন ৩০ মার্চ ২০১৯ | সংবাদটি ৫৪৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: রাজধানীর গুলশান-১ এ ডিএনসিসি মার্কেটে আগুন নেভার পর পরই বিকেলে গুলশান-২ এ ডেল্টা লাইফ ইন্সুরেন্স ভবনে আগুন লাগার খবর পাওয়া গেছে।
বাংলাদেশের অন্যতম সুউচ্চ ভবন ডেল্টা লাইফ ইন্সুরেন্স ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আনে।
শনিবার (৩০ মার্চ) বিকেল ৩টা ৪৮ মিনিটের দিকে ভবনটির পাঁচ তলায় আগুন লাগার তথ্য পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। আগুন ছড়াতে পারেনি, খুব বেশি ক্ষয়ক্ষতিও হয়নি। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি তিনি।
এর আগে সকাল পৌনে ৬টার দিকে গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করে। তাদের সঙ্গে যোগ দেয় সেনা, নৌ ও বিমানবাহিনী। সবার সম্মিলিত চেষ্টায় সকাল সাড়ে ১০টার দিকে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা সম্ভব হয়।