উপাচার্য স্বর্ণ পদক পেলেন তানযিফা হোসেইন
প্রকাশিত হয়েছে : ১১:০২:৪৩,অপরাহ্ন ২২ মার্চ ২০১৯ | সংবাদটি ১৩১৫ বার পঠিত
সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের মেধাবী ছাত্রী বর্তমানে নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট ওব এজুকেশনে কর্মরত শিক্ষক তানযিফা হোসেইন উপাচার্য স্বর্ণ পদক অর্জন করেন। ২০ মার্চ’১৯ বিশ্ববিদ্যালয়ের ৩য় সমাবর্তন অনুষ্ঠানে তাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সম্মাননা প্রদান করেন।
সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহামান্য রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধি মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান এম.পি.।সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য প্রফেসর ড.শরীফ এনামুল কবির,সমাবর্তন অনুষ্টানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড ওব ট্রাষ্ট্রিজের চেয়ারম্যান জনাব রাগিব আলি,বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.কামরুজ্জামান চৌধুরী, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ,বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, গ্রাজুয়েটবৃন্দ,তাদের অভিভাবকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মডিয়ার সাংবাদিক সহ সমাজের এলিট ও শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
সিলেটের রায়নগরের বাসিন্দা তানযিফা হোসেইনের গ্রামের বাড়ি জগন্নাথপুর কাতিয়া গ্রামের মাস্টার বাড়ি। পিতা এডভোকেট শাহাদাত হোসেইন এবং মা বিশিষ্ট ব্যাংকার মোমতাজ সুলতানা।তানযিফা হোসেইনের শ্বশুর বাড়ি গোলাপগঞ্জের রাণাপিং পরগনার গোয়াসপুর গ্রামে। তানযিফা হোসেইন স্বামী জাহেদ আহমেদ ও একমাত্র কন্যা লিয়ানা আহমেদ কে নিয়ে বর্তমানে নিউইয়র্কে বসবাস করছেন। তাঁর এই সাফল্যের জন্য তিনি মাতাপিতা সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।