উত্তর-পূর্ব ভারতের আমীরে শরীয়ত মনোনিত হয়েছেন মাওলানা ইউসুফ আলী বদরপুরী
প্রকাশিত হয়েছে : ৯:১৪:১২,অপরাহ্ন ২১ মার্চ ২০১৯ | সংবাদটি ৮৫৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: উত্তর-পূর্ব ভারতের তৃতীয় আমীরে শরীয়ত মনোনিত হয়েছেন শায়খুল হাদীস মাওলানা ইউসুফ আলী বদরপুরী। আল্লামা তৈয়ীবুর রহমান বড়ভুইয়া রহ.র ইন্তেকালে এ পদে শূন্যতা দেখা দিলে মাওলানা ইউসুফ আলী বদরপুরীকে মনোনিত করা হয়।
মাওলানা ইউসুফ আলী শায়খুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহ.র অন্যতম খলিফা, উত্তর-পূর্ব ভারতের প্রথম আমীরে শরীয়ত কুতবে আলম হযরত আবদুল জলীল চৌধুরী শায়খে বদরপুরী রহ.’র প্রিয় ছাত্র।
সম্প্রতি সদস্যের মতামতের ভিত্তিতে তাঁকে মনোনিত করা হয়। উত্তর পূর্ব ভারতের নায়বে আমীরে শরিয়ত মাওলানা বদরুল হক এমনীর সভাপতিত্বে নির্বাচন পর্ব পর্যবেক্ষণ করেন বিহার-উড়িষ্যা এমারতে শরয়ীয়া-র নাজিম তথা আল-নকীব পত্রিকার সম্পাদক মাওলানা সানাউল হক কাসিমী, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের আসামসহ ৭ টি রাজ্যের বিজ্ঞ আলিম প্রতিনিধিরা আহলে হল্লে ওয়াল আক্বদের সদস্য। তাদের সর্বসম্মতিক্রমে মাওলানা ইউসুফ আলী নতুন আমীরে শরীয়ত নির্বাচিত হলেন। উত্তর-পূর্ব ভারত নদওয়াতুত্ তামীর ও এমারতে শরীয়াহর বিধান মতে ভূতপূর্ব আমীরে শরীয়তের স্থায়ী অনুপস্থিতির এক মাসের মধ্যে নতুন আমীরে শরীয়ত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে নব নির্বাচিত আমীরে শরীয়তের হাতে আনুগত্যের শপথ করতে হয়। এরই ধারাবাহিকতায় বদরপুরী র;র স্মৃতি বিজড়িত আলাকুলিপুর জামে মসজিদে আহলে হল্ল ওয়াল আক্বদের সভায় নতুন আমীরে শরীয়ত নির্বাচন করা হয়।
বিগত ২৭ ফেব্রুয়ারী দ্বিতীয় আমীরে শরীয়ত,কুতবুল ইর্শাদ আল্লামা তৈয়ীবুর রহমান বড়ভুইয়া রহ.র ইন্তেকালে এ পদে স্থায়ী শূন্যতা দেখা দেয়। ফলে উত্তর-পূর্ব ভারতের মুসলিম জনসাধারণের মধ্যে একটা হতাশার সৃষ্টি হয়। নতুন আমীরে শরীয়ত নির্বাচনের মধ্য দিয়ে সে হতাশা কেটে যায়।
১৯৭৬ সালের ২৩ ফেব্রুয়ারী কুতবে আলম হযরত মাওলানা আবদুল জলীল চৌধুরী শায়খে বদরপুরী রহ.কে আমীরে শরীয়ত নির্বাচন করে প্রথমে আসামে এমারতে শরীয়াহ প্রতিষ্ঠা করা হয়।১৯৮৯ সালের ১৯ ডিসেম্বর তাঁর ইন্তেকালের পর দ্বিতীয় আমীরে শরীয়ত নির্বাচিত হন তাঁরই প্রিয়ভাজন ছাত্র ও শিষ্য শায়খুল মাশায়েখ আল্লামা তৈয়ীবুর রহমান বড়ভুইয়া রহ.। সম্প্রতি তৃতীয় আমীরে শরীয়ত নির্বাচিত হলেন শায়খুল হাদীস মাওলানা ইউসুফ আলী শায়খে বদরপুরী দা.বা.।তিনি উত্তর-পূর্ব ভারত নদওয়াতুত্ তামীরের ও আমীর মনোনীত হয়েছেন।
শায়খুল হাদীস মাওলানা ইউসুফ আলী অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল ল’বোর্ড,অল ইন্ডিয়া মজলিসে মুশাওয়ারাত ও ইন্ডিয়া ফিকহ একাডেমীর সদস্য।এছাড়া তিনি দারুল উলূম নদওয়াতুল উলামা লাক্ষ্নৌর মজলিসে সূরা সদস্য সহ অসংখ্য মাদরাসা ও ইসলামী ইনস্টিটিউটের রুকন হিসেবে দায়ীত্ব পালন করছেন।২০০৫ সালে বদরপুর টাইটেল মাদরাসার প্রিন্সিপালের দায়িত্ব পালনকালে তিনি মরহুম রাষ্ট্রপতি এপিজে কালামের হাতে প্রেসিডেন্ট এওয়ার্ড লাভ করেন।