ব্যালেটে ভোটের বদলে খালেদা জিয়ার মুক্তি দাবী
প্রকাশিত হয়েছে : ৮:৩৬:৫৭,অপরাহ্ন ১৮ মার্চ ২০১৯ | সংবাদটি ৯২৯ বার পঠিত
ইমরান আহমদ, সিলেট:: পছন্দ অপছন্দ কোন প্রার্থীকেই ভোট না দিয়ে ভোটের ব্যালেটে কারাগারে আটক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চাইলেন এক ভোটার। গোপন কক্ষে গিয়ে ব্যালেটে সীলের বদলে কলম দিয়ে ঐ ভোটার লেখেন ‘খালেদা জিয়ার মুক্তি চাই’। এমন একটি ব্যালেট যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
সোমবার (১৮মার্চ) ৫ম উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে সিলেটের কানাইঘাট উপজেলার একজন ভোটার এ মুক্তির দাবী জানান। অভিনব মুক্তির এ দাবী বিএনপিপন্থীদের মাঝে সাড়া ফেলেছে।
৫ম উপজেলা নির্বাচন দলীয় প্রতিকে অনুষ্ঠিত হলেও বিএনপি বা ২০ দলীয় জোট অংশ নেয়নি। তবে দলীয়ভাবে নিষেধাজ্ঞা থাকায় স্বতন্ত্র হিসেবে অনেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে তাদেরকে দল থেকে বহিস্কারও করা হয়েছে। এমনকি ভোট না দেয়ার জন্যও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রদান করা হয়।
কিন্তু খালেদা জিয়ার মুক্তি চাই লেখা ব্যালেট ভাইরাল হওয়ার পর থেকে দেশ বিদেশে অবস্থানরত বিএনপি সমর্থকরা যোগাযোগ মাধ্যমে লিখছেন ভোট কেন্দ্রে গিয়ে ব্যালেটে সীলের বদলে খালেদা জিয়ার মুক্তির জন্য বিপ্লব করাটা জরুরী ছিল।
এস আর সাইফুল নামে একজন ছবিটি পোস্ট করে লিখেন ‘উপজেলা নির্বাচনে বিএনপি যায়নি তাতে কি! তবে ভোট কেন্দ্রে গিয়ে ব্যালেটে সবাই প্রতিবাদ জানানোর দরকার ছিল।
এমডি রিয়াদুল ইসলাম নামে একজন লিখেন ‘আজ উপজেলা নির্বাচনী ব্যালেটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই লিখে বিপ্লব করেছে আম জনতা।
ব্যালটে ব্যালটে একটাই দাবী; ‘খালেদা জিয়ার মুক্তি চাই’।
জনগণ এই ভোট, এই নির্বাচন কমিশন, এই সরকারকে প্রত্যাখ্যান করেছে। আর দেশবাসীর দোয়া ও ভালোবাসা অবিরাম প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া জন্য আছে-থাকবে এটাই তার প্রমাণ। ইনশাআল্লাহ