শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১২:৪৬:২৮,অপরাহ্ন ১৬ মার্চ ২০১৯ | সংবাদটি ৬৮৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক::
দেশের শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির অপেক্ষায় সেগুলো যাচাই-বাছাই করা হবে। এটা শেষে হলে আগামী তিন অর্থবছরে পর্যায়ক্রমে এমপিওভুক্তির আওতায় আনা হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
বৃহস্পতিবার (১৪ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী আরও বলেন, এমপিওভুক্তির জন্য যাচাই-বাছাই চলছে। যেগুলো যোগ্য বলে বিবেচ্য হবে সেগুলোকে পর্যায়ক্রমে এমপিওভুক্তি করা হবে।
জানা যায়, ২০১৯-২০ অর্থবছরের জন্য প্রাথমিকভাবে বাজেটের আকার ধরা হয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৯৫০ কোটি টাকা, যা চলতি অর্থবছরের বাজেটের চেয়ে প্রায় ৬০ হাজার কোটি টাকা বা সাড়ে ১৩ শতাংশ বেশি।
সভায় আরো উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ বিভিন্ন স্থায়ী কমিটির সভাপতি ও সদস্যরা।