বিএনপি নেতাদের বিদেশ যাত্রা দৈন্যতার বহিঃপ্রকাশ – হাছান মাহমুদ
প্রকাশিত হয়েছে : ৪:২৪:০৭,অপরাহ্ন ১৩ সেপ্টেম্বর ২০১৮ | সংবাদটি ৭৩২ বার পঠিত
হাছান মাহমুদ। ফাইল ছবি
হাছান মাহমুদ। ফাইল ছবি
বিএনপি নেতাদের বিদেশ যাত্রা তাঁদের রাজনীতির দৈন্যতারই বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র ও দলের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, ‘আমাদের কোনো বক্তব্য বা অভিযোগ থাকলে তা আমরা জনগণকে বলি। বিএনপি জাতিসংঘে যাওয়ার মাধ্যমে এটিই প্রমাণ করেছে বাংলাদেশের মানুষের ওপর তাদের কোনো আস্থা নাই। তারা (বিএনপি) নালিশ দেশের জনগণকে না দিয়ে বিদেশে গিয়ে বিদেশিদের কাছে উপস্থাপন করছে।’
বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে দলের প্রচার ও প্রকাশনা উপকমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ এসব কথা বলেন।
খালেদা জিয়ার বিচার করার জন্য কারাগারের ভেতর আদালত বসানোর বিষয়ে সাবেক মন্ত্রী হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল আরও ছয় মাস আগে। কিন্তু অসুস্থতার অজুহাত দেখিয়ে খালেদা জিয়া আদালতে হাজির হননি। এর মাধ্যমে খালেদা জিয়া ও তাঁর আইনজীবীদের কাছে দেশের আইন ও আদালত প্রচণ্ডভাবে হেনস্তার শিকার হয়েছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, কর্নেল তাহের এবং খালেদা জিয়ার জন্য আদালত স্থাপন দুটি ভিন্ন বিষয়। তাহেরের বিচারে সাংবাদিকদেরও প্রবেশাধিকার ছিল না। প্রকৃতপক্ষে সেটি ছিল গোপন বিচার। আর খালেদা জিয়াকে যেখানে রাখা হয়েছে, তার কাছাকাছি একটি পরিত্যক্ত ভবনে তাঁর সুবিধার্থে আদালত স্থাপন করা হয়েছে। এটি উন্মুক্ত আদালত। সেখানে আইনজীবী ও সাংবাদিকসহ সবারই প্রবেশের সুযোগ আছে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনসহ প্রচার ও প্রকাশনা উপকমিটির অন্য নেতারা উপস্থিত ছিলেন।