১১ সেপ্টেম্বর গোলাপগঞ্জ উৎসবে ৫জন বিশিষ্ট নাগরিককে দেয়া হবে গোলাপগঞ্জ পদক
প্রকাশিত হয়েছে : ৫:১৫:৩১,অপরাহ্ন ১৬ আগস্ট ২০২২ | সংবাদটি ৩৭৯ বার পঠিত
লন্ডন প্রতিনিধি:
ব্রিটেনে বসবাসরত গোলাপগঞ্জ এলাকার যে সকল নাগরিকরা বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং বর্তমানে রেখে যাচ্ছেন তাদের কাজের স্বীকৃতিস্বরূপ ‘গোলাপগঞ্জ পদক’ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে। আগামী ১১ সেপ্টেম্বর রবিবার দ্বিতীয় গোলাপগঞ্জ উৎসবে দেয়া হবে ‘গোলাপগঞ্জ পদক’।
দ্বিতীয় গোলাপগঞ্জ উৎসবকে সফল করার লক্ষ্যে উপজেলার ১১ ইউনিয়ন এবং পৌরসভার কমিউনিটি নেতৃবৃন্দ এবং অর্ধশতাধিক সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ২০১৯ সালের ২৮ জুলাই ব্রিটেনে প্রথমবারের মত আয়োজন করে গোলাপগঞ্জ উৎসব।
ব্রিটেনপ্রবাসী গোলাপগঞ্জ অঞ্চলের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে এবং বাংলাদেশের সঙ্গে প্রবাসী প্রজন্মের মধ্যে আস্থা ও নির্ভরতার সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্য নিয়ে ২০১৭ গঠিত হয় গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে।
আগামী ১১ সেপ্টেম্বর গোলাপগঞ্জ উৎসবে সকলের সহযোগিতা কামনা করছেন ট্রাস্টের নেতৃবৃন্দ।