জালালাবাদ টিভির ফেসবুক পেজে মিলিয়ন লাইক
প্রকাশিত হয়েছে : ৫:৩৫:২৪,অপরাহ্ন ১৪ নভেম্বর ২০২০ | সংবাদটি ১০০৩ বার পঠিত
৪ সেপ্টেম্বর ২০১৮ সাল। লন্ডন থেকে অনলাইন মাধ্যমে যাত্রা শুরু করে জালালাবাদ টিভি। মাত্র ২ বছরের মাথায় এটির ফেসবুক পেজে ফ্যান বা ভক্তের সংখ্যা এক মিলিয়নের মাইলফলক অতিক্রম করলো। গ্রহণযোগ্য লাইভ অনুষ্ঠান-বিনোদন দিয়ে অনেকটা স্বয়ংক্রিয়ভাবেই ক্রমাগত দর্শক-পাঠকদের আগ্রহেই অর্জন করেছে এ মাইলফলক।
জালালাবাদ টিভির যাত্রা শুরুর পর খুব দ্রুতই জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে অনলাইন টিভির এই পেজটি। লাইক-কমেন্ট-শেয়ারের মাধ্যমে বিশ্বজুড়ে সবার মাঝে ছড়িয়ে পড়তে থাকে ফ্যানপেজটি।
বর্তমানে বাংলাদেশের বাহিরে ফেসবুকে যে কটি পেজ টিভি ক্যাটাগরিতে শীর্ষে অবস্থান করছে জালালাবাদ টিভি তাদেরই একটি।
তথ্য-প্রযুক্তির অভাবনীয় উন্নতির কারণে সংবাদ-বিনোদন এখন স্থান করে নিয়েছে স্মার্টফোনের পর্দায়। এ অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে ফেসবুক। পেজে লাইক এবং ভিউ সংখ্যা স্বাচ্ছন্দ্য বোধ করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা।
জালালাবাদ টিভির সিইও আনোয়ার শাহজাহান জানালেন, মূলত ১৮ থেকে ৪৪ বছর বয়সীরাই জালালাবাদ টিভি পেজের মূল অনুসারী। পেজে ভক্তের সিংহভাগই বাংলাদেশের, সংখ্যায় যা প্রায় ৭৬ শতাংশ। এর পর যুক্তরাজ্য ৪ শতাংশ, সৌদি আরব ৩ শতাংশ, যুক্তরাষ্ট্র ২ শতাংশ এবং সংযুক্ত আরব আমিরাত ২ শতাংশ এবং ১৩ শতাংশ হল বিশ্বের অন্যান্য দেশে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ভারত, মালোয়েশিয়ার, বাহরাইন, ফ্রান্স, ইতালী এবং কানাডা।
মিলিয়ন ভক্তের পূর্তিতে জালালাবাদ টিভির সিইও আনোয়ার শাহজাহান অনলাইনের সব দর্শক-শ্রোতা-পাঠকের প্রতি শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
জালালাবাদ টিভির অফিসিয়াল ফেসবুক পেজের লিংক হল www.facebook.com/JalalabadTV