আনোয়ার শাহজাহান একজন ঐতিহ্যপ্রেমিক লেখক ও গবেষক – বেলাল আহমদ চৌধুরী
প্রকাশিত হয়েছে : ১১:০৪:৩৯,অপরাহ্ন ০৩ সেপ্টেম্বর ২০২০ | সংবাদটি ১১১৪ বার পঠিত
আনোয়ার শাহজাহান একজন ঐতিহ্যপ্রেমিক লেখক ও গবেষক – বেলাল আহমদ চৌধুরী
আনোয়ার শাহজাহান একজন ঐতিহ্যপ্রেমিক লেখক ও গবেষক। তিনি সিলেটের ঐতিহ্যবাহী জনপদ গোলাপগঞ্জের ঐতিহ্যের বাতায়ন খুলে দেশে-দেশে খুশবো ছড়িয়ে যাচ্ছেন। কালের বিবর্তন ধারায় গোলাপগঞ্জের ইতিহাস বিশ্বসাহিত্যে মহীরুহ হয়ে স্থান করে নিবে। লেখক একজন সমাজ সচেতন ব্যক্তিত্ব। তিনি গোলাপগঞ্জের আলোকিত মানুষের প্রতিভা ও মেধা অবলোকন করে তাদের জীবন ও কর্মের বিভিন্ন বিষয় পাঠকের কাছে উদ্ধৃত করেছেন। ঐতিহ্য সন্ধানী লেখক গবেষক, বহুগ্রন্থ প্রণেতা, ইতিহাস বেত্তা আনোয়ার শাহজাহান-এর সাহিত্যচর্চার মূল প্রেরণা কাজ করেছে ঐতিহ্যপ্রীতি। বিশেষ করে গোলাপগঞ্জ অঞ্চলের ইতিহাস ঐতিহ্যকে উদঘাটন করে আমাদের সমকালকে গৌরবের সঙ্গে গ্রথিত করেছেন। লেখক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি গোলাপগঞ্জকে নিয়ে হৃদয়ের কালিতে রেখাচিত্র সাজিয়েছেন। এই জন্য তিনি গোলাপগঞ্জের গর্ব এবং আমাদের অহঙ্কার।
বিখ্যাত সাহিত্যিক মাক্সিম গোর্কি বলেছেন, আমার মধ্যে উত্তম বলে যদি কিছু থাকে তার জন্য আমি বইয়ের কাছে ঋণী। মানবজীবনের প্রকৃত সার্থকতা কর্ম সাফল্যের উপর নির্ভরশীল। একজন সত্যনিষ্ঠ মানুষ তার লিখনীর মাধ্যমে পাঠকের মণিকোঠায় চিরকাল বেঁচে থাকেন। সত্যসন্ধানী লেখক ও গবেষক আনোয়ার শাহজাহান নিরলস চেষ্টায় দেশ, জাতি, অঞ্চল ও গোত্রের আদি অন্ত, ‘গোলাপগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থে হৃদয়ের প্রসারতা দিয়ে সাজিয়ে তুলেছেন। তাঁর এই গ্রন্থ সমাজ জীবনে সার্চলাইটের আলোর মতো আলোক রশ্মি সিজ্জীন করে পাঠককে উজ্জীবিত করছে।
শুধু নিজেকে নিয়ে ব্যাপৃত থাকার মধ্যে কোনো বাহাদুরি নেই। নশ্বর জীবনে প্রতি মানুষের উচিত পরহিতার্থে নিজেকে উৎসর্গ করা। সেই উৎসর্গকৃত জীবনের স্থায়ী হলো লেখার জগৎ। লেখক একটি অঞ্চলের ইতিহাস-ঐতিহ্যের প্রতি গভীর আবেগ ও অগাধ বিমুগ্ধ চিত্তে গৌরবোজ্জ্বল ইতিহাস রচনা করেছেন। লেখকের এই নিরলস শ্রম ও প্রয়াসকে ইতিহাস ঐতিহ্যের প্রতি তার সমর্পিত হৃদয়ের স্বতঃস্ফুর্ত বহিঃপ্রকাশ বলা যায়।
চীনাদের সম্পর্কে একটি গল্প আছে তারা জাতীয় ইতিহাস জানার আগে নাকি পিতৃ-পুরুষের ইতিহাস আয়ত্ত করে। শেকড়সন্ধানী লেখক আনোয়ার শাহজাহান ইতিহাস সচেতন এক মনীষী লেখক। লেখকের সৃষ্টি কৌশল অপূর্ব। স্বচ্ছ পানির উপর দৃষ্টি নিবন্ধ করলে তাতে যেমন নিজ মুখ প্রতিবিম্বিত হয়; তেমনি তিনি ক্ষুরধার লেখনীর মাধ্যমে গোলাপগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য গ্রন্থে একটি অঞ্চলের শতাব্দীর নেকাব উন্মোচন করেছেন।
‘গোলাপগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থটি পর্যালোচনা করলে ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ অঞ্চলের বিস্মৃত ইতিহাস জানা যায়। সিলেটকে বলা হয় বাংলার আধ্যাত্মিক রাজধানী আর গোলাপগঞ্জ হলো আধ্যাত্মিক রাজধানীর হেড কোয়াটার। লেখকের অনুসন্ধানী গবেষণায় প্রথিতযশা রাজনীতিবিদ, ইসলামি চিন্তাবিদ, সমাজসেবক, সাংবাদিক, সাহিত্যিকি এবং বীর মুক্তিযোদ্ধাসহ বেশুমার পীর-ফকির, ওলি-আওলিয়া, সুফি-সাধক, মরমী কবিদের কথা যথোচিত রূপে চমৎকার গাম্ভীর্য ও গর্বের সাথে গ্রন্থের অবয়বে স্থানান্তরিত করার দুরূহ কাজটি করতে সক্ষম হয়েছেন। লেখক লোকচক্ষুর অন্তরালে চলে গেছেন এমন সব বরেণ্যজনের জীবনগাঁথা ব্যক্তি মানসে পাঠকের কাছে সুন্দরভাবে ফটিয়ে তুলেছেন।
আনোয়ার শাহজাহান চিন্তা ও চেতনায় বিশ^াসী এক আদর্শবাদী গবেষক। তিনি গবেষণার প্রতিটি ধাপে পাঠকের মনের নিভৃত গহনে পৌঁছে নাড়ির হৃদয়ানুভ‚তি দিয়ে পর্যবেক্ষণ ও মূল্যায়ন করে অনাবিল মধুরতা দিয়ে গোলাপগঞ্জের ইতিহাসকে করেছেন রসসিক্ত ও পাঠক নন্দিত। এই গ্রন্থ লেখকের সমাজ এবং জাতির প্রয়োজনে মূল্যমান ও মূল্যবোধের ভাবধারায় রচিত এক বাতিঘর।
ইতিহাস হলো অসংখ্যা কাহিনীর নির্যাস। লেখক গোলাপগঞ্জের মাটি এবং মানুষের সৃষ্টির বৈচিত্র ও প্রাকৃতিক দৃশ্য মনোমুগ্ধকর করে তার গ্রন্থটি সাজিয়েছেন। তাঁর রচনায় কোনোরূপ বাহুলতা নেই। নিজেকে জানতে হলে কাদা মাটির সাথে মিশতে হবে। তখনই কাদা মাটির সাদো ঘ্রাণ পাওয়া যায়। গ্রন্থখানা লেখকের নির্মোহ নির্যাস। রূপে চোখ জোড়ায় কিন্তু অনুসন্ধানীর চোখে কোনো কিছুই বদলে যায় না। লেখক আনোয়ার শাহজাহান ক্ষুরধার গবেষক, তিনি দুর্লভ প্রজ্ঞার অধিকারী। তার লিখনী নিপুণতা শুধু তথ্য উপাত্ত সমৃদ্ধি করে না অধিকন্তু জীবন দৃষ্টিকে করে সুদূরপ্রসারী। এই জন্য তিনি গৌরবান্বিত ও প্রশংসিত।
গবেষক আনোয়ার শাহজাহান ইতিহাস ঐতিহ্য গ্রন্থে গোলাপগঞ্জবাসীর ব্রিটিশ বিরোধী আন্দোলন, প্রজাস্বত্ত আইন, নানকার আন্দোলন, খেলাফত আন্দোলন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সহ অনেক অজানা কাহিনী অত্যন্ত প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করেছেন।
বিগত শতাব্দীর আলোকিত গোলাপগঞ্জের পীর-আউলিয়া হজরত সৈয়দ বাহাউদ্দিন (রহ.), হজরত শাহ ফাত্তাহ (রহ.)-এর পরিচিতি তুলে ফুলবাড়ির বুজুর্গানের পূর্বপুরুষ হজরত মীর হাজরার অধঃস্তন বংশধরের কতিপয় বিশিষ্ট আলেম ও মারেফতে কামেল বুজুর্গানের আধ্যাত্মিকতার কথা উল্লেখ করেছেন এবং গোলাপগঞ্জের তাহজীব, তমদ্দুন ও ঐতিহ্যের স্বরূপ ফুটিয়ে তুলে সাদা মনের পরিচয় দিয়েছেন।
ঐতিহ্য সন্ধানী লেখক ও গবেষক আনোয়ার শাহজাহান যুক্তরাজ্যে সিলেটী তথা গোলাপগঞ্জবাসীর জীবন ও জীবিকা, রাজনৈতিক, সামাজিক কর্মকাণ্ড ও দেশপ্রেম প্রেমমুগ্ধভাবে অন্তরের গভীর আবেগ দিয়ে তুলে এনেছেন। যুক্তরাজ্যে প্রবাসী গোলাপগঞ্জবাসীরা মুক্তিযুদ্ধকে বেগবান রাখতে প্রবাসী মুজিব নগর সরকারকে আর্থিক সহায়তার কথা গর্বের সাথে গ্রন্থস্ত করেছেন।
ইতিহাস ঐতিহ্যের গবেষক আনোয়ার শাহজাহান এক মনীষী লেখক। ইতিমধ্যে তার প্রকাশিত গ্রন্থ. মধ্যাহ্নের কোলাহল (কাব্য সংকলন, ১৯৯৩), ২. ক’জন কৃতীসন্তান (জীবনী গ্রন্থ, ১৯৯৪), ৩. সময়ের শ্রেষ্ঠ ছড়া (ছড়া সংকলন, ১৯৯৫), ৪. গোলাপগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য (ইতিহাস, ১৯৯৬ ও ২০১৫), ৫. বিলেতের দিনগুলি ও অন্যান্য প্রসঙ্গ (প্রবন্ধ, ১৯৯৬), ৬. স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা (১ম খণ্ড, ২০১৬), ৭. স্বাধীনতাযুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা (২য় খণ্ড, ২০১৭), সিলেটের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা (২০১৮), সিলেটে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়তি স্থান ও সৌধ (২০১৮)। এই গ্রন্থগুলোতে লেখকের নিজস্ব রচনার শৈল্পিক দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে। গোলাপগঞ্জের দিগন্ত বিস্তৃত প্রান্তর, উঁচুনিচু টিলাভ‚মি লেখককে আকৃষ্ট করেছে বিধায় তার লেখায় গোলাপগঞ্জের ঐতিহ্যপ্রীতি ফুটে উঠেছে।
লেখক জীবন ও জীবিকার টানে বিলাতে অবস্থান করলেও নাড়ির টানে শিকড়ের সন্ধানে তার গবেষণার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন তার গ্রন্থগুলোতে। বিশেষ করে গোলাপগঞ্জের ইতিহাস ঐতিহ্য, সাহিত্য সংস্কৃতি, ধর্ম প্রচার এবং মুক্তিযুদ্ধ বিষয়ক রচিত গ্রন্থগুলো তার সাহিত্যের প্রধান উপজীব্য বিষয়। আনোয়ার শাহজাহানের সাহিত্যচর্চা যুগ যুগান্তরে কুড়ানো মানিক হিসেবে পাঠকের কাছে সমাদৃত হবে।
গবেষক আনোয়ার শাহজাহান-এর সাবলীল সাহিত্যচর্চা, একাগ্রতা ও একনিষ্ঠ সাধনা আগামী প্রজন্মের কাছে অনপ্রেরণার উৎস বিকাশের ভিত্তি হবে। লেখক সাধ্যাতীত মেধা ও শ্রম দিয়ে বিশাল কর্মযজ্ঞটি পাঠকের জন্য প্রস্তুত করেছেন। আমি আত্মবিশ্বাসী গবেষকের উজ্জ্বল ভবিষ্যত ও উত্তরোত্তর গবেষণাধর্মী দুর্লভ গ্রন্থ রচনা প্রাপ্তির আশাবাদী।
পরিশেষে বলব লেখকের কাছে গোলাপগঞ্জবাসীর ঋণ অপরিশোধ্য। আমি প্রচ্ছন্ন শেকড়সন্ধানী লেখকের প্রতি সীমাহীন কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বেলাল আহমদ চৌধুরী
কলামিস্ট, কবি ও গীতিকার