সিলেটের বিদেশযাত্রীরা কখন কোথায় করোনা টেস্ট করাবেন
প্রকাশিত হয়েছে : ৪:১২:৩৬,অপরাহ্ন ২১ জুলাই ২০২০ | সংবাদটি ২০০২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বর্তমান করোনা পরিস্থিতিতে দেশে আটকা পড়েছেন অনেক প্রবাসী। এসব প্রবাসীদের অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আবার অনেকের জরুরী প্রয়োজনে কর্মস্থলে যেতে হচ্ছে। কিন্তু বর্তমান সময়ে করোনা নেগেটিভ সার্টিফিকেট ছাড়া কোন দেশেই ঢুকতে পারছেন না যাত্রীরা। এজন্য বিদেশযাত্রীদের করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করেছে সরকার। এতোমধ্যে রাজধানী ঢাকাসহ দেশের ১৩ জেলায় প্রবাস যাত্রীদের জন্য আলাদা করোনা টেস্ট সেন্টার গড়ে তুলেছে।
এরই ধারাবাহিকতায় সিলেট বিভাগ থেকে বিদেশ যাত্রীদের ফ্লাইটের তারিখ অনুযায়ী নিবন্ধন ও করোনা টেস্টের নমুনা সংগ্রহের তারিখ ঘোষণা করেছে সিভিল সার্জন কার্যালয়।
মঙ্গলবার (২১ জুলাই) বিজ্ঞপ্তি জারি করে ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২২ জুলাই) থেকে শুরু হচ্ছে নিবন্ধন। বিদেশ যাত্রীদের নিবন্ধন করতে সিলেট নগরীর চৌহাট্টাস্থ সিভিল সার্জন অফিসে সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ১২ টার মধ্যে প্রথমে নিবন্ধন করতে হবে। পরবর্তীতে তারিখ অনুযায়ী সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপশহর মেন্দিবাগস্থ আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে স্যাম্পল নেয়া হবে।
আগামী ২৬ জুলাই যাদের ফ্লাইট তাদের নিবন্ধন শুরু হবে প্রথমদিন অর্থাৎ বুধবার। আর তাদের স্যম্পল নেয়া হবে পরদিন ২৩ জুলাই বৃহস্পতিবার।
নিম্নে ফ্লাইটের তারিখ অনুযায়ী নিবন্ধন ও স্যাম্পল সংগ্রহের তারিখ প্রদান করা হলো।
ফ্লাইটের তারিখ: নিবন্ধন: স্যম্পাল সংগ্রহ:
২৬ জুলাই ২২ জুলাই ২৩ জুলাই
২৭ জুলাই ২৩ জুলাই ২৪ জুলাই
২৮ জুলাই ২৪ জুলাই ২৫ জুলাই
২৯ জুলাই ২৫ জুলাই ২৬ জুলাই
৩০ জুলাই ২৬ জুলাই ২৭ জুলাই
৩১ জুলাই ২৭ জুলাই ২৮ জুলাই
১ আগস্ট ২৮ জুলাই ২৯ জুলাই
২ আগস্ট ২৯ জুলাই ৩০ জুলাই
৩ আগস্ট ৩০ জুলাই ৩১ জুলাই
৪ আগস্ট ৩১ জুলাই ১ আগস্ট
৫ আগস্ট ১ আগস্ট ২ আগস্ট
৬ আগস্ট ২ আগস্ট ৩ আগস্ট
৭ আগস্ট ৩ আগস্ট ৪ আগস্ট
৮ আগস্ট ৪ আগস্ট ৫ আগস্ট
৯ আগস্ট ৫ আগস্ট ৬ আগস্ট
১০ আগস্ট ৬ আগস্ট ৭ আগস্ট