দলীয় কমিটি থেকে নারী সদস্যের হার তুলে দেয়া সংবিধান পরিপন্থী
প্রকাশিত হয়েছে : ৭:৫৭:০৬,অপরাহ্ন ০৩ জুলাই ২০২০ | সংবাদটি ৪৭২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: নিবন্ধিত রাজনৈতিক দলের কমিটিতে ন্যূনতম ৩৩ শতাংশ নারী সদস্য রাখার বাধ্যবাধকতা তুলে দেয়ার নির্বাচন কমিশনের প্রস্তাব সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করেছে সুশাসনের জন্য নাগরিক-সুজন। এই প্রস্তাব করে কমিশন দলীয় স্বার্থ সংরক্ষণ করছে বলেও উল্লেখ করেছে সুজন।
বৃহস্পতিবার (২ জুলাই) নির্বাচন কমিশনের নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়ে সুজনের উদ্যোগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন প্রতিষ্ঠানটির সম্পাদক বদিউল আলম মজুমদার।
আলোচনায় বক্তারা বলেন, নতুন আইন জনগণের অধিকার চর্চার জায়গাকে সংকুচিত করবে। কমিশনের আইন করা উচিত রাজনৈতিক দলকে স্বচ্ছ ও দায়বদ্ধ করার জন্য, যা নতুন প্রস্তাবে অনুপস্থিত। এক্ষেত্রে নির্বাচন কমিশনের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন তারা।