করোনায় আরও ৪৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪০১৪
প্রকাশিত হয়েছে : ৯:৪৮:২১,অপরাহ্ন ২৯ জুন ২০২০ | সংবাদটি ৪৩০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৭৮৩ জন।
আর একই সময় করোনায় আক্রানবত হয়েছেন আরও ৪ হাজার ১৪ জন। এনিয়ে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ১ লাখ ৪১ হাজার ৮০১ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৮৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়।
সোমবার (২৯ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৩ জন সুস্থ হয়েছেন। দেশে মোট সুস্থ হয়েছেন ৫৭ হাজার ৭৮০ জন।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।