সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জে নতুন আরও ৪৫ জন আক্রান্ত!
প্রকাশিত হয়েছে : ৬:১৯:১০,অপরাহ্ন ২৮ জুন ২০২০ | সংবাদটি ৫১১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট বিভাগে হু হু করে বাড়ছে করোনা আক্রান্ত রোগির সংখ্যা। প্রতিদিনই নমুনা পরীক্ষা করে বিভাগের ৪ জেলায় শনাক্ত হচ্ছে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনা।
এরই ধারাবাহিকতায় রবিবার (২৮ জুন) বিভাগের সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ এ তিন জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৪৫ জনের।
এনিয়ে বিভাগের মধ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪১৯৮ জনে।
নতুন আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২ জন, সুনামগঞ্জ জেলার ২৬ জন ও হবিগঞ্জ জেলার ১৭ জন।
রবিবার শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নতুন-পুরাতন মিলিয়ে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে সিলেটের দুইজন ও সুনামগঞ্জের ২৬ জনসহ ২৮ জন শনাক্ত হন। আর ঢাকার ল্যাবে পরীক্ষা করে হবিগঞ্জের ১৭ জন শনাক্ত হন।
তবে সিলেটে প্রথম স্থাপিত ওসমানী হাসপাতালের করোনা ল্যাব থেকে রবিবারের রিপোর্ট এখনও জানাযায়নি। এ রিপোর্ট প্রকাশ হলে আক্রান্তের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ১৯৮ জন। এর মধ্যে সিলেট জেলায় সবচেয়ে বেশি ২ হাজার ২৫২ জন। এছাড়া সুনামগঞ্জে ৯৭৭ জন, হবিগঞ্জে ৫৫৫ জন ও মৌলভীবাজারে ৪১৪ জন রয়েছেন।
এদিকে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৪ জনের মৃত্যু ঘটে। এসময়ে সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ১০৩ জন। এ নিয়ে সিলেট বিভাগে করোনাজয়ীর সংখ্যা ১ হাজার ছাড়াল।
সুস্থ হওয়া রোগীদের মধ্যে সুনামগঞ্জের ৫২ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। এছাড়া সিলেটে সুস্থ হয়েছেন ৩২ জন, হবিগঞ্জের ৩ জন ও মৌলভীবাজারের ১৬ জন।
বর্তমানে সিলেটের চার জেলায় ২৭০ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আর সুস্থ হয়েছেন বিভাগের ১০৮৩ জন এবং মারা গেছেন ৭০ জন।