বিপজ্জনক হয়ে উঠছে সিলেট, একদিনে আক্রান্ত ১২২!
প্রকাশিত হয়েছে : ৭:৪২:৫৪,অপরাহ্ন ২৬ জুন ২০২০ | সংবাদটি ৪৪৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: দিন দিন বিপজ্জনক হয়ে উঠা সিলেট জেলায় করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ ১১৯ জন আক্রান্ত হয়েছেন।
এটিই সিলেট জেলায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এনিয়ে সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২ হজার ২১২ জনে।
শুক্রবার (২৬ জুন) সিলেট ওসমানী হাসপাতাল ল্যাবে সর্বোচ্চ ৪৭০ টি নমুনা পরীক্ষা করে মোট ১২২ জনের শরীরে পজেটিভ ধরা পড়ে। এরমধ্যে সিলেট জেলার ১১৯ জন, সুনামগঞ্জ জেলার ২ জন ও হবিগঞ্জ জেলার ১ জন রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায়।
তিনি জানান, হাসপাতালে ল্যাব স্থাপনের পর শুক্রবারই ৫ ধাপে সর্বোচ্চ সংখ্যক নমুনা পরীক্ষা করা হয়। আর সর্বোচ্চ পরীক্ষা করে আক্রান্তও হন সর্বোচ্চ।
আক্রান্তদের মধ্যে সিলেট জেলার সদর উপজেলারই রয়েছেন ৯৫ জন, গোয়াইনঘাট উপজেলার ৪ জন, বালাগঞ্জ উপজেলার ৪ জন, বিশ্বনাথ উপজেলার ১ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলার ৮ জন, কানাইঘাট উপজেলার ৪ জন ও জকিগঞ্জ উপজেলার ৩ জন রয়েছেন।
এছাড়া সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ১ জন, ছাতক উপজেলার ১ জন ও হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ১ জন রয়েছেন।
আক্রান্ত ১২২ জনের মধ্যে ৯৭ জন পুরুষ ও ২৫ জন নারী রয়েছেন।
নতুন এ ১২২ জন নিয়ে সিলেট বিভাগে ৪ হাজার ছাড়ালো আক্রান্তের সংখ্যা।