`হজযাত্রীদের টাকা ব্যাংকে গচ্ছিত, চাইলে তুলে নিতে পারবেন`
প্রকাশিত হয়েছে : ৯:৪৫:২৮,অপরাহ্ন ২৩ জুন ২০২০ | সংবাদটি ৩৬৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: চলমান করোনা পরিস্থিতিতে এ বছর সৌদি আরব নিজ দেশ ছাড়া অন্য কোনো দেশের জনগণকে হজের অনুমতি দিচ্ছে না। ফলে বাংলাদেশ থেকে যারা হজে যেতে চূড়ান্ত নিবন্ধন করেছেন, তারা চাইলে টাকা তুলে নিতে পারবেন।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ধর্মসচিব মো. নূরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
ধর্মসচিব বলেন, এবার হজের জন্য নিবন্ধন করেছেন ৬৫ হাজার মানুষ। তারা চাইলে তাদের টাকা ব্যাংক থেকে তুলে নিতে পারবেন। টাকা ফেরত নিয়ে কোনো হয়রানির সুযোগ নেই।
তিনি বলেন, টাকা উত্তোলনে কারো সমস্যা যাতে না হয়, সে বিষয়ে বিশেষভাবে নজর রাখবে ধর্ম মন্ত্রণালয়। যে কেউ না যেতে চাইলে টাকা ফেরত পাবেন। ব্যাংকে টাকা সঠিকভাবে গচ্ছিত আছে হজে যেতে ইচ্ছুকদের, ভয় নেই।
প্রসঙ্গত, এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ৩৭ হাজার ১৯৮ জনের বিপরীতে নিবন্ধন করেছিলেন মোট ৬৪ হাজার ৫৯৪ জন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৪৫৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬১ হাজার ১৩৭ জন।