নতুন আরও ৫ জেলার রেড জোন এলাকায় ছুটি ঘোষণা
প্রকাশিত হয়েছে : ৯:১৬:০৮,অপরাহ্ন ২২ জুন ২০২০ | সংবাদটি ৯২০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে দেশের আরও ৫ জেলার রেডজোন ঘোষিত অঞ্চলে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (২২ জুন) পাঁচ এলাকার রেডজোন ঘোষিত অঞ্চলে সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
যেসব এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে সে এলাকাগুলো হলো- ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার সব ওয়ার্ড, মানিকগঞ্জ পৌরসভার উত্তর সেওতা, গঙ্গাধর পট্টি ও পশ্চিম দাশপাড়া এলাকা, সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ও ধানকোড়া ইউনিয়ন, সিংগাইর উপজেলার সিংগাইর পৌরসভা ও জয়মন্টপ ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পাইকপাড়া ও কালাশ্রীপাড়া, ৫ নং ওয়ার্ডের মধ্যপাড়া, ৮ নং ওয়ার্ডের কাজীপাড়া এলাকা, নবীনগর পৌরসভার ২ নং ওয়ার্ডের হাসপাতাল পাড়া ও পশ্চিমপাড়া, ৩ নং ওয়ার্ডের টিএনটি পাড়া, ৪ নং এর হাসপাতাল পাড়া ও কলেজপাড়া, ৮ নং ওয়ার্ডের ভোলাচং দাসপাড়া; কসবা পৌরসভার ৪ নং ওয়ার্ডের আড়াইবাড়ি, ৫ নং এর শীতলপাড়া, ৭ নং ওয়ার্ডের সাহাপাড়া, নরসিংদীর মাধবদী পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ডের উত্তর ও দক্ষিণ বিরামপুর এলাকা, কুষ্টিয়া পৌরসভার ১, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ১৫, ১৮ ও ২০ নং ওয়ার্ড, ভেড়ামারার বাহিরচর ও চাঁদগ্রাম ইউনিয়ন এবং ভেড়ামারা পৌরসভার ১-৯ নং ওয়ার্ড।
এর আগে, রবিবার (২১ জুন) রাতে দেশের ১০ জেলার রেড জোন ঘোষিত এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী রেডজোন ঘোষিত ১০ জেলার মধ্যে ৭ জেলায় ২১ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়। তবে এর মধ্যে কুমিল্লা, মুন্সিগঞ্জ ও মাদারীপুরে বিভিন্ন মেয়াদে ছুটি ঘোষণা করা হয়েছে।
রবিবার সাধারণ ছুটি ঘোষিত জেলাগুলো হলো- চট্টগ্রাম, বগুড়া, নরসিংদী, কুমিল্লা, চুয়াডাঙ্গা, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার, মুন্সিগঞ্জ, যশোর ও মাদারীপুর। এসব এলাকায় বসবাসরত সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ছুটির আওতায় থাকবে। এসব প্রতিষ্ঠানে কর্মরত রেডজোন এলাকার বাইরে বসবাসকারী কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও এ ছুটি প্রযোজ্য হবে। এই সাধারণ ছুটির মধ্যে সাপ্তাহিক ছুটিও অন্তর্ভুক্ত থাকবে।
উপসচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও জানানো হয়, জরুরি পরিষেবা এই সাধারণ ছুটির আওতার বাইরে থাকবে।