গোলাপগঞ্জে ১০৯৮ জনের স্যাম্পল সংগ্রহ, আক্রান্ত ১০৪ জন
প্রকাশিত হয়েছে : ৫:৪৫:৫১,অপরাহ্ন ২২ জুন ২০২০ | সংবাদটি ৫৩০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটের গোলাপগঞ্জেও দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।
সোমবার (২২ জুন) উপজেলায় নতুন আরও একজন শনাক্ত হয়েছেন। এনিয়ে আক্রান্তের সংখ্যা দাড়ালো ১০৪ জনে।
নতুন শনাক্ত হওয়া ব্যক্তির নাম আব্দুল মজিদ (৩০)। তিনি ওষুধ কোম্পানীর প্রতিনিধি। গোলাপগঞ্জ উত্তর বাজারস্থ একটি বাসায় তিনি থাকেন বলে জানা গেছে।
এদিকে, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন জানিয়েছেন, সোমবার পর্যন্ত উপজেলার ১০৯৮ জনের স্যম্পল সংগ্রহ করা হয়েছে। এসব স্যম্পল পরীক্ষা করে এ পর্যন্ত ১০৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে নতুন আরও ৪ জনসহ সুস্থ্য হয়ে উঠেছেন ৪৬ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন।