আল্লামা আহমদ শফী হাসপাতাল থেকে মাদরাসায়
প্রকাশিত হয়েছে : ৪:৩৭:৪৬,অপরাহ্ন ১৫ জুন ২০২০ | সংবাদটি ১৩৪৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: হেফাজত ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফি চিকিৎসা শেষে মাদ্রাসায় ফিরেছেন।
সোমবার (১৫ জুন) বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল থেকে তিনি মাদ্রাসায় ফিরে আসেন। নয় দিন চিকিৎসা নেয়ার পর সুস্থ্য হলে তাঁকে ছাড়পত্র প্রদান করে হাসপাতাল কর্তৃপক্ষ।
হেফাজত ইসলামের প্রচার সম্পাদক ও আল্লামা শফীর পুত্র মাওলানা আনাস মাদানী আল্লামা শফীর সুস্থতার বিষয়টি নিশ্চিত করে জানান, বাবা বর্তমানে সুস্থ আছেন। তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মাদ্রাসায় ফিরে এসেছেন।
উল্লেখ্য, ১০৩ বছর বয়সী আল্লামা শফী গত ৭ জুন গুরুতর অসুস্থ হয়ে গেলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।