সকল শিক্ষাপ্রতিষ্ঠান ৬ আগস্ট পর্যন্ত বন্ধ!
প্রকাশিত হয়েছে : ১০:২০:২৬,অপরাহ্ন ১৫ জুন ২০২০ | সংবাদটি ১২৫৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে স্কুল-কলেজসহ সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ ৬ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে সরকার।
সোমবার (১৫ জুন) সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৭ মার্চ থেকে করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে শিক্ষার্থীদের রক্ষায় সব স্কুল-কলেজ-মাদরাসায়, বিশ্ববিদ্যালয় এবং কারিগরি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। একই সাথে বন্ধ রয়েছে সব কোচিং সেন্টার। (দৈনিক শিক্ষা)