জনতার কামরানের মরদেহ নিজ বাসায়, মা-বাবার পাশে শায়িত হবেন
প্রকাশিত হয়েছে : ৭:৩৬:০০,অপরাহ্ন ১৫ জুন ২০২০ | সংবাদটি ৬১৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটের কোটি জনতার প্রিয় নেতা সিলেট সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মরদেহ সিলেটে এসে পৌছেছে।
সোমবার (১৫ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে লাশবাহী গাাড়টি ঢাকা থেকে নগরীর ছড়াপাড়স্থ নিজ বাসায় এসে পৌছে।
এসময় শত শত মানুষ রাস্তার দুপাশে দাড়িয়ে তাদের প্রিয় নেতাকে শেষবারের মতো দেখার চেষ্টা করেন।
জানা গেছে, ছড়ারপার জামে মসজিদ ও মানিকপীর টিলায় স্বাস্থ্যবিধি মেনে দু`দফা জানাযা শেষে মা-বাবার পাশে নগরীর মানিকপীর টিলায় চির নিদ্রায় শায়িত হবেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।