বদরউদ্দিন কামরানের দাফন দরগাহ মাজারে, মরদেহ সিলেটের পথে
প্রকাশিত হয়েছে : ৩:৩৪:০৭,অপরাহ্ন ১৫ জুন ২০২০ | সংবাদটি ৭০৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মরদেহ নিয়ে সিলেটের পথে রওয়ানা হয়েছেন তাঁর স্বজনরা। হাসপাতালের কাজ শেষ করে সকাল সাড়ে ৬ টার দিকে ঢাকা থেকে মরদেহ নিয়ে রওয়ানা হয়েছেন বলে জানা গেছে।
এদিকে, সিলেটের সর্বজন জনপ্রিয় মেয়র কামরানের জানাযার সময় এখনও নির্ধারণ না হলেও তাঁর লাশ দরগাহে হযরত শাহজালাল (রহ.) গোরস্থানে দাফন করা হবে বলে বিশ্বস্ত একটি সুত্রে জানা গেছে।
আর জনপ্রিয় এ নেতার জানাযা কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে সকাল ৯ টায় সিলেটে দলীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের সাথে আলোচনা করে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
তিনি বলেন, জানাযা ও দাফনসহ পরবর্তী করণীয় ঠিক করতে সকাল ৯ টায় আমরা বৈঠকে বসবো। প্রশাসনের সাথেও কথা বলবো।
সোমবার (১৫ জুন) ভোরে ঢাকা সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।