গণপরিবহন চালুর অনুমতি, ভাড়া বাড়ছে দ্বিগুণ!
প্রকাশিত হয়েছে : ৯:৫৫:২৫,অপরাহ্ন ৩০ মে ২০২০ | সংবাদটি ১৩৪১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর বিধিনিষেধ মেনে গণপরিবহন চালুর অনুমতি দিয়েছে সরকার। তবে এ সময়ে বাস ভাড়া বেড়ে হচ্ছে প্রায় দ্বিগুণ।
শনিবার (৩০ মে) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ’র ব্যয় বিশ্লেষণ কমিটির বৈঠকে বাস ভাড়া বাড়ানোর এ সুপারিশ করা হয়।
বৈঠকে সোমবার (১ জুন) থেকে চলাচল শুরু করতে যাওয়া বাসের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ করে বিআরটিএ।
বাস-মিনিবাস ও আন্তঃজেলা সবক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে বলে জানিয়েছে সরকারি সংস্থাটি।
প্রতিটি বাসে আসনের অর্ধেক সংখ্যক যাত্রী বহন করতে পারবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।
বৈঠকে বিআরটিএ’র কর্মকর্তা ছাড়াও মালিক ও শ্রমিকদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অন্যদিকে বিদ্যমান ভাড়ায় রবিবার থেকে আপাতত লঞ্চ চলাচল শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
ভাড়া বাড়ানো হবে কিনা- সে বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কারিগরি কমিটি গঠন করা হবে সরকারি সংস্থাটি জানিয়েছে।