৩১ মে থেকে রাস্তায় উঠবে যেসব যানবাহন ও বিমান!
প্রকাশিত হয়েছে : ৩:২৫:১৬,অপরাহ্ন ২৭ মে ২০২০ | সংবাদটি ২১০৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সাধারণ ছুটি আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩০ মে’র পর সরকারি আধা-সরকারি সব অফিস খুলছে। কিছু কিছু পরিবহণ চলাচলে নিষেধাজ্ঞা তুলার আবাস পেলেও গণপরিবহণ ১৫ জুন পর্যন্ত বন্ধ থাকবে।
বুধবার (২৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন গণপ্রশাসন প্রতিমন্ত্রী।
তিনি জানান বৃহস্পতিবার (২৮ মে) সকালে এবিষয় প্রজ্ঞাপন জারি করা হবে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, ৩১শে মে থেকে সরকারি আধা-সরকারি সব অফিস খুলছে।
এছাড়া কিছু যানবাহনও চলবে। তবে সব ধরণের গণপরিবহণ বন্ধ থাকবে।
যেসব যানবাহন চলবে: ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত গাড়ি চলাচল করবে। বেসরকারি বিমানও নিজ ব্যবস্থাপনায় চলাচল শুরু করতে পারবে বলে জানান গণপ্রশাসন প্রতিমন্ত্রী।
তবে, গণ জমায়েত ও সভা সমাবেশ নিষিদ্ধ থাকলেও ধ’র্মীয় উপসানালয় খোলা থাকবে।
যেসব চলবেনা: ১৫ জুন পর্যন্ত চলবে না গণপরিবহণ, রেল ও যাত্রীবাহী নৌযান। এক জে’লা থেকে অন্য জে’লায় যাত্রী পরিবহণে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
বন্ধ থাকবে সকল শিক্ষা প্রতিষ্ঠান, তবে অনলাইনে ক্লা’শ নেয়া যাবে।