গোলাপগঞ্জের সন্তান ডা. খালেদ মাহমুদ করোনা আক্রান্ত
প্রকাশিত হয়েছে : ৯:১২:১৪,অপরাহ্ন ২২ মে ২০২০ | সংবাদটি ৮০২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের চিকিৎসক ও গোলাপগঞ্জের সন্তান ডা. খালেদ মাহমুদ’র শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
তিনি শামসুদ্দিন হাসপাতালের সার্জারী বিভাগের সিনিয়র কনসালটেন্ট। তাঁর বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর পূর্বভাগ গ্রামে।
শুক্রবার (২২ মে) সিলেট ওসমানী হাসপাতালে তার নমুনা পরীক্ষা করে প্রজিটিভ আসে।
সিলেট স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় সূত্রে তা জানা গেছে।
আক্রান্ত হওয়ার পর তিনি তার বাসায় আইসোলেশনে রয়েছেন।
জানা গেছে, কিছুদিন থেকে তিনি জ্বরে ভূগছিলেন। করোনা উপসর্গ সন্দেহে বৃহস্পতিবার (২১ মে) তার স্যাম্পল পরীক্ষার জন্য দেয়া হয়। শুক্রবার তা প্রজেটিভ আসে।