ঘুর্ণিঝড় আম্ফানে ২০ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন!
প্রকাশিত হয়েছে : ৭:৩২:২৩,অপরাহ্ন ২১ মে ২০২০ | সংবাদটি ৪৬৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ঘুর্ণিঝড় আম্ফানে দেশের উপকূলীয় ২৫ জেলার ২০ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন উন্নয়ন বোর্ড।
বৃহস্পতিবার (২১ মে) বিদুৎ বিতরণ সংস্থা ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শফিক উদ্দিন জানান, ঝড়ো হাওয়ায় সব ফিডার বন্ধ হয়ে গেছে। অসংখ্য খুঁটি ভেঙেছে ও বিদ্যুতের তার ছিঁড়ে গেছে।
তিনি বলেন, আমাদের আগাম প্রস্তুতি ছিলো। সেজন্য সারারাতের ঝড়-বৃষ্টি থামার পর সকাল থেকেই লণ্ডভণ্ড হয়ে যাওয়া বিদ্যুতের খুঁটির তার মেরামতে নেমেছে বিতরণ সংস্থার কর্মীরা।
জানা গেছে, দেশের উপকূলীয় বাগেরহাট, সাতক্ষীরা, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশালসহ উপকূলের প্রায় ৫০ ভাগ বিদুতের লাইন ঝড়ে বন্ধ হয়ে গেছে।
ওজোপাডিকো নির্বাহী পরিচালক (প্রকৌশল) আবুল হাসান বলেন, ভোলার চরফ্যাশনের প্রায় ৫০ হাজারের মতো গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছন। আমাদের আগে থেকেই প্রস্তুতি ছিল। তাই এখন মেরামত চলছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, উপকূলীয় ২৫টি এলাকার বিদ্যুৎ কম বেশি সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমাদের আগে থেকে প্রস্তুতি ছিল। সে অনুযায়ী কাজ করছি। এখন মেরামত চলছে।