গোলাপগঞ্জে করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু এক পল্লী চিকিৎসকের
প্রকাশিত হয়েছে : ১১:০৪:৩৮,অপরাহ্ন ২০ মে ২০২০ | সংবাদটি ৭২৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জের পল্লী চিকিৎসক ও বিয়ানীবাজারের বাসিন্দা আবুল কাশেম করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
বুধবার (২০ মে) রাত ১ টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হওয়ার আধঘন্টা পরই তিনি মারা যান।
আবুল কাশেম বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মাটিজুরা টুকা গ্রামের বাসিন্দা হলেও গোলাপগঞ্জ আছিরগঞ্জ বাজারের পল্লী চিকিৎসক ছিলেন। তিনি বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের দুবারের মেম্বারও ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি গোলাপগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক ছিলেন।
গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, আবুল কাশেমের মঙ্গলবার (১৯ মে) করোনা পজিটিভ হয়। এমন রিপোর্ট শুনে তিনি বলেছিলেন, এ রিপোর্ট মিথ্যা ও ভুল। এটি সত্য নয়, আমার কোন করোনা ভাইরাস হয়নি।
তবে একটি সুত্র জানিয়েছে, আক্রান্ত হওয়ার পর তিনি গোলাপগঞ্জ ও সিলেটে যতায়াত করছেন এমন সংবাদে প্রশাসনসহ স্থানীয়দের সহযোগিতা চান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। এমনকি তার মোবাইলেও যোগাযোগ কনে সন্ধান পাওয়া যায়নি। এসময় তিনি নাকি নিজ উদ্যোগে রাত ১২ টার দিকে শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন। আর রাত ১ টার দিকে মারা যান।