গোলাপগঞ্জের প্রথম আক্রান্ত যুবকেরও করোনা জয়
প্রকাশিত হয়েছে : ৫:৪০:৪৯,অপরাহ্ন ২০ মে ২০২০ | সংবাদটি ৫৩৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জের প্রথম করোনা আক্রান্ত যুবক করোনা জয় করেছেন। তিনি এখন করোনামুক্ত।
করোনা শনাক্ত হওয়ার পর নিজ বাড়িতে অবস্থান করে অবশেষে তার স্যাম্পলের রিপোর্ট নেগেটিভ এসেছে।
করোনা জয় করা যুবক উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের উত্তর কানিশাইল গ্রামের নোয়াপাড়া গ্রামের বাসিন্দা কয়েছ আহমদ।
বুধবার (২০ মে) সর্বশেষ রিপোর্ট নেগেটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মনিসর চৌধুরী।
আক্রান্ত যুবক কয়েছ আহমদ সুনামগঞ্জ থেকে বাড়িতে আসার পর তার স্যাম্পল প্রজেটিভ আসে।
এরপূর্বে সোমবার (১৮ মে) রাতে উপজেলার আরও দু’জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেন।
তারা হচ্ছেন বাদেপাশা ইউনিয়নের নোয়াই গ্রামের এক যুবক ও লক্ষ্মীপাশা ইউপির আক্রান্ত তরুণী।তারা দু’জনই সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন।
গোলাপগঞ্জে বুধবার পর্যন্ত মোটা করোনা আক্রান্তের সংখ্যা ২৪ জন। এরম্যে ৩ জন সুস্থ্য হয়েছেন।