শপিংমল খোলার পর বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা!
প্রকাশিত হয়েছে : ১০:৪০:৫৩,অপরাহ্ন ১৪ মে ২০২০ | সংবাদটি ৩২১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ৪১ জন ও মারাগেছেন ১৪ জন।
এনিয়ে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৬৩ জনে ও মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৩ জনে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও সাত হাজার ৮৩৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় সাত হাজার ৩৯২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৫১ হাজার ৯৩০টি।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
এদিকে, গত ১০ মে থেকে দেশের শপিংমলসহ সব দোকানপাট সীমিত সময়ের জন্য খোলে দেয়া হয়। এরপর থেকেই প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে।