হঠাৎ সুস্থতা একলাফে ১০৬৩ জনে!
প্রকাশিত হয়েছে : ১২:৩০:২০,অপরাহ্ন ০৩ মে ২০২০ | সংবাদটি ৬৪২২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় দেশে ৮৮৬ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। যা ১৭৭ থেকে একলাফে ১০৬৩ জনে দাঁড়িয়েছে। কীভাবে এত অল্প সময়ের মধ্যে এত বেশি রোগী সুস্থ হলো তার কারণ হিসেবে আইইডিসিআর বলছে, কাদেরকে সুস্থ বলা হবে সে ব্যাপারে বাংলাদেশের ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট কমিটির দেয়া একটি নতুন গাইডলাইন অনুসরণ করা হয়েছে।
রবিবার (৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ হাজার ২১৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন যাদের নমুনা পরীক্ষা হয়েছে, তাদের মধ্যে আরও ৬৬৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে মোট করোনায় আক্রান্ত হয়েছেন নয় হাজার ৪৫৫ জন। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও দুজন। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৭ জনে। আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক হাজার ৬৩ জন।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী দেশে গতকাল পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৭৭ জন। সেই সংখ্যা আজ এক হাজার ৬৩ জন হয়েছে। ফলে গত ২৪ ঘণ্টায় দেশে ৮৮৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।