গোলাপগঞ্জে প্রথম করোনা আক্রান্ত যুবকের বাড়ি লকডাউন
প্রকাশিত হয়েছে : ৬:১২:০০,অপরাহ্ন ০২ মে ২০২০ | সংবাদটি ৬০৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় প্রথমবারের মতো এক যুবকের শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়েছে। আক্রান্ত ঐ যুবক সম্প্রতি সুনামগঞ্জ থেকে বাড়িতে আসেন বলে জানা গেছে।
আক্রান্ত এ যুবক (৩০) উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কনিশাইল এলাকায়। ইতোমধ্যে তার বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনিসর চৌধুরী জানান, আক্রান্ত যুবক জ্বর, সর্দি ও কাশিতে কয়েক দিন ধরে ভুগছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) করোনাভাইরাস পরীক্ষা করার জন্য তার নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। শুক্রবার (১ মে) রাত ১১টায় ওই ব্যক্তির করোনা ‘পজিটিভ’ আসে।
উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান জানান, আক্রান্ত যুবক বর্তমানে বাড়িতে আছেন। তার বাড়ি সহ লকডাউন করা হয়েছে আশপাশের বাড়ি। আক্রান্ত ব্যক্তি পেশায় একজন শ্রমিক। তার সংস্পর্শে আসা ও পরিবারের সবার নমুনা সংগ্রহ করার প্রক্রিয়া চলছে। আক্রান্ত ব্যক্তি গত কয়েকদিন পূর্বে সুনামগঞ্জ জেলা থেকে বাড়িতে এসেছেন বলেও জানা যায়।