জনগণকে নিরাপদে থাকার পরামর্শ নুরুল ইসলাম নাহিদ এমপির
প্রকাশিত হয়েছে : ৬:৫৬:১৬,অপরাহ্ন ০২ মে ২০২০ | সংবাদটি ৬৩০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনজন। ইতোমধ্যে আক্রান্তদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।
এমন খবরে চিন্তিত গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনের সংসদ সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি ঢাকায় থাকলেও স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের কাছ থেকে দু’উপজেলার জনগণের খবরা খবর সবসময় রাখছেন।
শনিবার (২ মে) গোলাপগঞ্জে একজন আক্রান্তের খবর পেয়ে তাৎক্ষনিক তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে একটি পোস্ট দিয়ে দু’ উপজেলার জনগণকে নিজ নিজ বাড়িতে সাবধানে ও নিরাপদে থাকার পরামর্শ দেন।
এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশে দুই উপজেলায় নতুনভাবে আরও ১০-১২ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হবে বলেও তিনি জানান।
সংসদ সদস্যের ফেইসবুক থেকে নেয়া পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-
গত কয়েক দিনে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে করোনা রোগী সনাক্ত হয়েছেন। তাই সবাই নিরাপদ থাকার জন্য নিজ নিজ বাড়িতে অবস্থান করুন। জরুরি কাজ ছাড়া কেউ বাইরে যাবেন না।
পরিস্থিতি মোকাবেলার জন্য সরকারি বেসরকারি পর্যায়ে খাদ্য ও অন্যান্য সাহায্য দেওয়া অব্যাহত আছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারের পক্ষ থেকে আমাদের দুই উপজেলায় আরও নতুনভাবে ১০/১২ হাজার পরিবারকে খাদ্য সাহায্য দেওয়ার জন্য প্রস্তুতি চলছে।
প্রত্যেক মানুষ নিজ নিজ বাড়িতে থাকা এবং নিয়ম মেনে চলার জন্য সবাইকে সতর্ক করতে ও অন্যান্য সকল বিষয়ে তৎপরতা জোরদার করার জন্য আমি দুই উপজেলার UNO, THO, OC, Mayor, আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের সাথে নিয়মিত প্রতিদিন আলাপ আলোচনা করছি।
সকলে নিজ নিজ নিরাপত্তার স্বার্থে বাড়িতে থাকুন। বাড়িতে থেকে সকল নিয়ম কানুন মেনে চলার জন্য আমি সকলের নিকট আনুরোধ জানাচ্ছি।