ত্রাণের দাবিতে ৪৩ জেলায় ১৪৮ বার বিক্ষোভ!
প্রকাশিত হয়েছে : ৫:২২:২০,অপরাহ্ন ০২ মে ২০২০ | সংবাদটি ৪৬০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনার প্রকোপে একদিকে যেমন মহামারীর আতংক অন্যদিকে অঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়েছে কোটি কোটি মানুষ। নিন্মবিত্ত, দিনমজুর ও হতদরিদ্ররা ত্রাণের অপেক্ষায় দিন কাটাচ্ছে।
কিন্তু গত এক মাসে সারা দেশেই ত্রাণ নিয়ে নানা রকম অভিযোগ, বিক্ষোভ, অনিয়মসহ নানা রকম অনুযোগের খবর পাওয়া গেছে।
দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও কিছু স্থানীয় পত্রিকায় প্রকাশিত খবরের ভিত্তিতে দেখা গেছে, করোনাভাইসের প্রাদুর্ভাবের ফলে দেশে সাধারণ ছুটি শুরু হওয়ার পর গত ২৯ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সারাদেশের ৪৩ টি জেলায় সর্বমোট ১৪৮ বার ত্রাণ দেয়ার দাবিতে সাধারণ মানুষের বিক্ষোভ করেছে।
সব মিলিয়ে ৬৪ জেলার সবকটিতেই হয় সরাসরি ত্রাণের দাবিতে বিক্ষোভ নয়তো ত্রাণ বিতরণে অনিয়ম নিয়ে বিক্ষোভ কিংবা ত্রাণের জন্য বিভিন্ন স্থানে সাধারন মানুষ আবেদন নিয়ে গেছে। অনেকে বিভিন্ন গণমাধ্যমের কাছে এসেও ত্রাণ চেয়েও তাদের সংকটের কথা তুলে ধরেছেন।
ত্রাণের দাবিতে বিক্ষোভের খবর পাওয়া গেছে ৪৩টি জেলায়। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী দেখা যাচ্ছে ত্রাণের দাবিতে গত একমাসে সবচেয়ে বেশি বিক্ষোভ হয়েছে সেযব জেলায় সেগুলো হচ্ছে:
যশোরে ১২ বার, ঢাকায় ১১ বার, চট্টগ্রামে ৯ বার, রংপুরে ৮ বার, নীলফামারিতে ৭ বার, গাইবান্ধায় ৭ বার, পাবনায় ৬ বার, রাজশাহীতে ৬ বার, লালমনিরহাটে ৫ বার, সিরাজগঞ্জে ৫ বার, জামালপুরে ৪ বার, পঞ্চগড়ে ৪ বার, দিনাজপুরে ৪ বার, ঠাকুরগাঁওয়ে ৪ বার এবং বরিশালে ৪ বার। এখানে যে বিক্ষোভের সংখ্যাটি দেয়া আছে সেটি হল অন্তত হিসেব। কারণ এটা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে তৈরী করা। যেসব ত্রাণের দাবিতে করা বিক্ষোভ নিয়ে কোন প্রতিবেদন হয়নি সেগুলো এই হিসেব এর মধ্যে নেই।
এই জেলাগুলো ছাড়া গত এক মাসে ত্রাণের দাবিতে অন্তত ৩ বার বিক্ষোভ হয়েছে যেসব জেলায় সেই জেলাগুলো হচ্ছে: মাদারীপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, চাঁদপুর, কুড়িগ্রাম, বগুড়া, সাতক্ষীরা ও কুষ্টিয়া।
ত্রাণের দাবিতে অন্তত ২ বার বিক্ষোভে হয়েছে, নরসিংদি, গোপালগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা ও গাজীপুর জেলায় এবং ত্রাণের দাবিতে অন্তত ১ বার বিক্ষোভ হয়েছে, গাজীপুর, মানিকগঞ্জ, শেরপুর, নেত্রকোনা, মৌলভীবাজার, হবিগঞ্জ, নোয়াখালি, কক্সবাজার, নাটোর, জয়পুরহাট, মাগুড়া ও ঝিনাইদহে।