গোলাপগঞ্জে মৃত আজির উদ্দিন করোনা আক্রান্ত ছিলেননা!
প্রকাশিত হয়েছে : ১২:১১:৩১,অপরাহ্ন ২০ এপ্রিল ২০২০ | সংবাদটি ৬৯২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটের গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণের উত্তর রায়গড়ে মারা যাওয়া আজির উদ্দিন (৭০) এর শরীরে করোনাভাইরাস ছিলোনা।
মারা যাওয়ার পর উপসর্গ পরীক্ষা করে তা নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান।
সোমবার (২০ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার সত্যতা নিশ্চিত করেন।
আজির উদ্দিন উত্তর রায়গড় গ্রামের মৃত ইসরাব আলীর পুত্র।
বুধবার (১৫ এপ্রিল) সকালে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুর খবর পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন পোর্টাল প্রকাশ পায় আজির উদ্দিন করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান বলেন, আজির উদ্দিন মারা যাওয়ার পর পরই তার উপসর্গ সংগ্রহ করে সিলেটে পাঠানো হয়। আজ (সোমবার) রিপোর্টে তা নেগেটিভ এসেছে।
তিনি আরো বলেন, এরপরও সতর্ক থাকতে হবে। আমাদের দেশে প্রতিদিন যেভাবে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে এজন্য তিনি উপজেলাবাসীকে আরো সতর্ক ও দূরত্ব বজায় রাখার আহবান জানান।
তিনি বলেন, আমরা যদি সতর্ক হয়ে বাড়িতে অবস্থান করি, তাহলে ইনশাআল্লাহ হয়তো আল্লাহ আমাদের নিরাপদ রাখবেন। এজন্য নিজে সতর্ক হই এবং অপরকেও সতর্ক করি।