আনসারীর জানাযায় অংশগ্রহণকারীদের হোম কোয়ারেন্টিন!
প্রকাশিত হয়েছে : ৬:৩২:০২,অপরাহ্ন ১৮ এপ্রিল ২০২০ | সংবাদটি ৪৭২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন হাফিজ মাওলানা জোবায়ের আহমদ আনসারীর জানাযায় অংশগ্রহণকারীদের আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
একই সাথে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা গ্রামসহ আশপাশের ছয়টি গ্রাম লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৮ এপ্রিল) রাতে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মো. মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বেড়তলা ও আশপাশের গ্রামগুলোতে আমরা মাইকিং করে বলে দিয়েছি কেউ যেন ঘর থেকে বের না হয়। আগামী ১৪-১৫ দিন তারা যেন হোম কোয়ারেন্টিন মেনে চলেন।
তিনি আরও বলেন, স্থানীয় ইউপি সদস্যদের নেতৃত্বে গ্রামের যুবকদের নিয়ে কমিটি গঠন করে দেয়া হচ্ছে। লকডাউনে থাকা লোকদের নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলো যেন তারা বাড়ি বাড়ি পৌঁছে দেন। তাদের সুরক্ষার জন্য একান্তই হাসপাতালে যাওয়ার প্রয়োজন ছাড়া কেউ যেন বের না হয়- আমরা সেটি নিশ্চিত করতে চাই।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, মাওলানা জোবায়ের আহমদ আনসারীর জানাযায় এতো মানুষ অংশগ্রহণ করবেন- আমরা তাৎক্ষণিকভাবে সেটি বুঝতে পারিনি। তাই এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় যাতে নতুন করে কেউ ক্ষতিগ্রস্থ না হয় সেইজন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জনের তথ্য মতে শনিবার (১৮ এপ্রিল) পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৭ জন। এর মধ্যে মারা গেছেন দুইজন। বাকিরা আইসোলেশনে রয়েছেন।