তারাবীহ নামাজ ঘরে পড়ার আহবান!
প্রকাশিত হয়েছে : ৮:৩৫:১৮,অপরাহ্ন ১৬ এপ্রিল ২০২০ | সংবাদটি ৮৮৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনাভাইরানের সংক্রমণ রোধে এবারের রমজানের তারাবিহ নামাজ বাসায় পড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় গণভবনে ঢাকা বিভাগের ৯ জেলার জনপ্রতিনিধি এবং কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে এ আহবান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আসন্ন রমজানে তারাবির নামাজ নিজ নিজ বাসায় পড়ুন।
এ সময় তিনি সৌদি আরবের উদাহরণ দিয়ে বলেন, ‘আপনারা দেখেছেন সৌদি আরব, সেখানে পর্যন্ত মসজিদে নামাজ বা জমায়েত বন্ধ করে দিয়েছে। এমনকি তারাবির নামাজও সেখানে হবে না, সবাই ঘরে বসে পড়বে।’
তিনি আরো বলেন, ‘এই বিষয়গুলো থেকে আমাদেরও শেখার আছে। যে কারণে আমরা মসজিদে না গিয়ে নিজের ঘরে বসে নামাজ পড়তে পারি। আল্লাহর ইবাদত, ইবাদত তো আপনি যেকোনো জায়গায় বসে করতে পারেন। এটা তো আল্লাহর কাছে সরাসরি আপনি করবেন।’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘সামনে রোজা। রমজান মাসে আমাদের কোনো পণ্য পরিবহন বা খাদ্য সামগ্রীর অসুবিধা না হয় সে জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি। সেই সাথে সাথে এখানে তারাবির নামাজ- যেহেতু সৌদি আরবেও মসজিদে করছে না এবং অন্যান্য দেশেও হচ্ছে না। আমাদের এখানেও আমাদের যেহেতু ইসলামিক ফাউন্ডেশন ইতোমধ্যে কতগুলো নির্দেশনা দিয়েছে সেটা মেনে ঘরে বসে তারাবি পড়েন। নিজের মন মতো করে পড়েন।