চার জেলায় ৪ জনের মৃত্যু!
প্রকাশিত হয়েছে : ১০:৪৪:৫৪,অপরাহ্ন ১২ এপ্রিল ২০২০ | সংবাদটি ৩৩১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনা উপসর্গ নিয়ে চার জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে।
জেলাগুলো হচ্ছে- কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম ও চাঁদপুর জেলা।
রবিবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে কুষ্টিয়ায় আইসোলেশনে থাকা এক নারীর মৃত্যু হয়েছে। কুষ্টিয়ার মিরপুরের বাসিন্দা ওই নারী গত ১০ই এপ্রিল শ্বাস-কষ্ট ও থাইরয়েড সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
চুয়াডাঙার জীবননগরে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) রাতেই তার নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকা এবং মৃত বৃদ্ধার বাড়ির আশপাশে চারটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ এলাকায় শনিবার জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিসহ তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরিবারটিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
চাঁদপুরে শনিবার বিকেলে করোনা উপসর্গ নিয়ে ব্যক্তির মৃত্যু হয়েছে। গত ২৬শে মার্চ সর্দি, জ্বর ও কাশিতে আক্রান্ত হন ওই যুবক। কিছুটা সুস্থ হলে চাঁদপুরের কামরাঙ্গা গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে আবারো অসুস্থ হয়ে পড়েন তিনি।