দিনদিন মহামারির গহ্বরে প্রবেশ করছে বাংলাদেশ!
প্রকাশিত হয়েছে : ৫:১৪:৫৬,অপরাহ্ন ০৯ এপ্রিল ২০২০ | সংবাদটি ৪৭৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশে করোনা রোগীর সংখ্যা এখন প্রতিদিন দ্বিগুণ হারে বাড়ছে। এটাকে বলা হয় জ্যামিতিক বৃদ্ধি। যেকোনো দেশে একটি রোগ মহামারি হয়, যখন জ্যামিতিক হারে রোগীর সংখ্যা বাড়ে।
বাংলাদেশে গত ২ এপ্রিল নতুন করোনা রোগী পাওয়া গিয়েছিল মাত্র ২ জন। ৩ এপ্রিল এটা জ্যামিতিক হারে বেড়ে দ্বিগুণের বেশি পাঁচ জনে পৌঁছেছিল। ৪ এপ্রিল নতুন আক্রান্ত হয়েছিল ৯ জন। অর্থাৎ নতুন আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছিল।
এরপর ৫ এপ্রিল করোনা রোগী শনাক্ত হয় আগের দিনের দ্বিগুণ, অর্থাৎ ১৮ জন। আর সর্বশেষ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সেটা বেড়ে হলো ৩০০ জন। এদিন একসাথে সর্বোচ্চ ১১২ জনের শরীরে মিলে রোগটি। এটা পূর্বের দিনগুলোর কয়েকগুণ বেশি।
বিশেষজ্ঞরা বলছেন, যখন কোনো দেশ বা এলাকায় করোনা রোগীর সংখ্যা প্রতিদিন দ্বিগুণ হারে বৃদ্ধি হয় তখন বুঝতে হবে যে সেখানে ওই বিশেষ রোগটি মহামারির দিকে এগোচ্ছে।
তার মানে বাংলাদেশে আগামী দুই তিন দিনে যদি জ্যামিতিক হারে রোগী বাড়তে থাকে তাহলে বুঝতে হবে যে, দিনদিন করোনাভাইরাস নিয়ে মহামারির গহ্বরে প্রবেশ করচ্ছে বাংলাদেশ।